বইমেলায় স্যামুয়েল হকের কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের কাব্য’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:৩১ পিএম

বইমেলায় স্যামুয়েল হকের কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের কাব্য’

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক ও গবেষক স্যামুয়েল হকের কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের কাব্য’। ৪৩টি কবিতা নিয়ে সাজানো ঝকঝকে প্রকাশনার এই কাব্য গ্রন্থটির প্রকাশক জি-সিরিজ। গ্রন্থের ৪৩টি কবিতায় আনন্দ-বেদনার স্মৃতি রোমন্থন, জীবনের নানা টানাপোড়েন, সময়ের আয়নায় জীবন দর্শন কবির অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে প্রতিফলিত হয়েছে। 

বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। বাতিঘর প্রকাশনার ১৮ নং স্টলে বইটি সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাচ্ছে। দাম তিনশো টাকা।

বিচ্ছেদের কাব্য কবিতার বই ছাড়াও এর আগে স্যামুয়েল হকের ‘কবিতায় স্যামুয়েল’ ও ‘কবিতার কাছে সবারই আসতে হয়’ নামে দুটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও দর্শন ভাবনা ভিত্তিক  ‘প্রণয়’ ও ‘স্যামুয়েলের ডাইরি’ নামের দুটি প্রবন্ধ গ্রন্থও রয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!