অ্যাপল চলতি বছর ২০টির বেশি নতুন ডিভাইস উন্মোচন করতে পারে। এর মধ্যে থাকতে পারে নতুন আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচসহ আরও বেশকিছু পণ্য। আগামী সপ্তাহ থেকে চলতি বছরের পণ্য উন্মোচন শুরু হতে যাচ্ছে।
কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ ফেব্রুয়ারি একটি পণ্য উন্মোচন ইভেন্টের ইঙ্গিত দিয়েছেন। শিল্প বিশেষজ্ঞদের ধারণা, ওই দিন বাজেট আইফোন এসই৪ উন্মোচন করা হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, এ বছর প্রত্যাশিত ৫টি অ্যাপল ডিভাইস সম্পর্কে
আইফোন এসই ৪
তিন বছর আগে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মডেল আইফোন এসই৩ উন্মোচন হয়েছিল। এবার এসই৪ মডেল আনতে যাচ্ছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে, নতুন মডেলটিতে থাকবে ৬ দশমিক ১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা আইফোন ১৪-এর মতো ডিজাইনের হতে পারে।
ম্যাকবুক এয়ার
নতুন প্রজন্মের ম্যাকবুক এয়ারে অ্যাপলের নিজস্ব এম৩ চিপ ব্যবহার করা হবে, যা আগের প্রজন্মের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দেবে। অ্যাপলের দাবি, নতুন চিপের ফলে ব্যাটারি আরও বেশি দীর্ঘস্থায়ী হবে। ডিজাইনের দিক থেকে খুব বেশি পরিবর্তন আসবে না।
আইপ্যাড এয়ার
আইপ্যাড এয়ারেও এবার এম৩ চিপ ব্যবহার করা হবে। এতে ব্যবহারকারীরা সহজেই ভারী অ্যাপ চালাতে ও মাল্টিটাস্কিং করতে পারবেন। আইপ্যাডটি শিক্ষার্থী, ডিজাইনার ও সাধারণ ব্যবহারকারীদের জন্য আদর্শ হতে পারে। গুঞ্জন রয়েছে, অ্যাপল নতুন ম্যাজিক কীবোর্ডও উন্মোচন করতে পারে, যা আরও আরামদায়ক টাইপের অভিজ্ঞতা দেবে।
আইফোন ১৭ সিরিজ
আইফোন ১৭ সিরিজ ২০২৫ সালের সেপ্টেম্বরে উন্মোচন হতে পারে। নতুন এ সিরিজে থাকবে এ১৯ চিপ। এআই সাপোর্টেড চিপটি আগের তুলনায় দ্রুতগতির হবে। এ ছাড়া আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে নতুন চেসিস ডিজাইন ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি উন্নতমানের টাইটানিয়াম বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে।
নতুন অ্যাপল ওয়াচ
চলতি বছর অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩ ও সিরিজ ১১ উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য বলছে, ওয়াচ আল্ট্রা ৩-তে ফাইভজি কানেক্টিভিটি এবং স্বতন্ত্র স্যাটেলাইট মেসেজিং সিস্টেম থাকতে পারে, যা যেকোনো পরিস্থিতিতে যোগাযোগের সুবিধা দেবে। এ ছাড়া অ্যাপল এআই-ভিত্তিক স্বাস্থ্য ও ফিটনেস পরামর্শদাতা সেবা চালু করতে পারে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :