ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

সাগরের তলদেশে দীর্ঘতম ইন্টারনেট কেবল বসাবে মেটা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১০:৫৯ এএম
ছবি: ইন্টারনেট

মেটার নতুন এই কেবল প্রকল্পটি পাঁচটি প্রধান মহাদেশে ‘শিল্পের শীর্ষস্থানীয় সংযোগ’ সরবরাহের পাশাপাশি কোম্পানিটির বিভিন্ন এআই প্রকল্পকেও সহায়তা দেবে।

তিন মহাসাগরের তলদেশজুড়ে বিশ্বে ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ সাব-সি কেবল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।

[34967]

কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করবে ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ নামের এই প্রকল্প। কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম ‘আন্ডারওয়াটার কেবল’ বা পানির নিচে ডেটা সংযোগ প্রকল্প।

কোম্পানিটি বলেছে, এটি এ যাবতকালের দীর্ঘতম এই সাব-সি কেবলে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম ব্যবহার করবে মেটা।

জাপানের এনইসি করপোরেশন যে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম তৈরি করেছে তাতে ২৪ জোড়া ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়। এতে প্রতি জোড়া কেবলের মধ্য দিয়ে ৩০টি ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেকেন্ডে ২০ টেরাবিট ডেটা পাঠানো যায়। এর ফলে ২৪ জোড়ার মোট ডেটা পাঠানোর ক্ষমতা হয় সেকেন্ডে চারশ ৮০ টেরাবিট।

[34936]

গুগল বলেছে, ২০২৪ সালে আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে সংযোগ করবে এমন প্রথম সাব-সি কেবল বসাবে তারা। প্রশান্ত মহাসাগরে দুটি নতুন সাব-সি কেবল তৈরির মাধ্যমে জাপানের সঙ্গে সংযোগ বাড়াতে একশ’ কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।