বাংলাদেশে ট্যুরিজমের নবদিগন্ত ‘গ্রীনউইচ হিল স্টেশন’

নিশীথ শামীম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১০:৪৫ এএম

বাংলাদেশে ট্যুরিজমের নবদিগন্ত ‘গ্রীনউইচ হিল স্টেশন’

ছবি: রূপালী বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি আমাদের এই বাংলাদেশ। শিল্পীর ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দর বাংলার মাঠ-ঘাট নদী-নালা আর পাহাড়ের বুক বেয়ে নেমে আসা সিলেটের পাহাড়ি নদীর শীতল পানি। যে পানিতে শরীর ও মন ভাসাতে দেশের দূর-দূরান্ত থেকে প্রতিবছর ভ্রমণপিপাসুরা ভিড় করে সিলেটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, লালাখালসহ আরও বেশকিছু দর্শনীয় স্থানে। 

কিন্তু রুচিসম্মত হোটেল কিংবা রিসোর্টের অভাবে কিছুটা দুর্বিপাকে পড়তে পর্যটকদের। তাই এই ভ্রমণপিয়াসী মানুষের জন্য ভাইয়া হোটেল এন্ড রিসোর্ট এবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই তৈরি করছে বাংলাদেশের সর্ববৃহৎ হোটেল এন্ড রিসোর্ট, ‘গ্রীনউইচ হিল স্টেশন’। পর্যটকদের রুচিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি হোটেল শেরাটনে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রাকৃতিক ছন্দে আঁকা এই রিসোর্টের অভ্যন্তরীণ বর্ণনা তুলে ধরেছেন নিশীথ শামীম

প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার ‘গ্রীনউইচ হিল স্টেশন’
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট। অতীত থেকে বর্তমান পর্যন্ত ভ্রমণ পিপাসুদের প্রিয় গন্তব্য এই অঞ্চল। আর এখানেই প্রকৃতির সঙ্গে মিলেমিশে তৈরি করা হচ্ছে ‘গ্রীনউইচ হিল স্টেশন’। যা দেশের পর্যটন খাতে এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে যাচ্ছে। সমগ্র প্রকল্পটি পাহাড়ের বুকে। 

প্রকৃতির অপার সৌন্দর্য বিলাসের জন্য পাহাড়ের ঢালুতে থাকবে আধুনিক আভিজাত্য পূর্ণ কটেজ। যেখানে নাগরিক সকল সুযোগ-সুবিধা থাকছে। মানুষ চায় ভ্রমণে গিয়ে সময় কাটবে স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রকল্প হবে আদর্শ উদাহরণ।

 লেকের পানির ওপর ভাসমান পদ্মফুলের জ্যোৎস্নায় রাত্রি শেষে নতুন ভোরের আলোয় আলোকিত হবে রিসোর্টের প্রতিটি সকাল। অবকাশ যাপনের এক স্বপ্নের রাজ্য হবে এই ‘গ্রীনউইচ হিল স্টেশন’।

দেশের সর্ববৃহৎ আধুনিক আন্তর্জাতিক মানের হোটেল
৬১ বিঘা জমির ওপর সমগ্র প্রকল্পের মধ্যে ১০ তালা বিশিষ্ট  অত্যাধুনিক টাওয়ার । পাহাড়ি দক্ষিণা বাতাস আর চিরসবুজের রাজ্যের আনন্দ ধ্বনি নিজের মনে অপরিসীম শান্তি নিয়ে আসবে এখানেই। 

বিশাল এই টাওয়ার থেকে উপভোগ করা যাবে আশপাশের সৌন্দর্য। যার অনুভূতি হবে অসাধারণ। ছুটি কাটাতে এই রিসোর্ট হবে দেশের অন্যতম শান্তিময় রিসোর্ট। আর ভ্রমণকারী শহর থেকে দূরে গিয়ে ঘরের বাহিরেও মনে হবে নিজের ঘরে আছেন।

 নিজের পরিবার প্রিয়জনের সঙ্গে কাটানো এক স্বর্গ ভূমি হবে এই আধুনিক আন্তর্জাতিক মানের হোটেল এন্ড রিসোর্ট। এটিই এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় আধুনিক আন্তর্জাতিক মানের রিসোর্ট। এদিক থেকে বিশেষ অনুভূতি তো থাকবেই।

কেন প্রকল্পটিতে বিনিয়োগ করবেন
বর্তমান সময়ে দেশের সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অর্ধশত বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিগত এই বছরগুলোতে এই প্রতিষ্ঠান বারবার নিজেদের সেরা প্রমাণ করে আসছে। বিশ্বস্ত এই প্রতিষ্ঠানেরই একটি প্রকল্প এই ‘গ্রীনউইচ হিল স্টেশন’। যার শেয়ার হোল্ডার হতে পারেন আপনিও। 

বাণিজ্যিকভাবে এই হোটেল এবং রিসোর্টির একটি শেয়ার ক্রয় করার মধ্য দিয়ে সমগ্র আয়োজনের সারাজীবনের মালিকানা পাবে প্রতিটি শেয়ার হোল্ডার। নিজের হোটেল এন্ড রিসোর্টে বিনামূল্যে অবকাশ যাপনের সঙ্গে সুদমুক্ত লভ্যাংশ ও সম্মান। এ ছাড়া এই কোম্পানির হোটেল ও রিসোর্ট-এর প্রতিটি শেয়ারহোল্ডার পাবে স্মার্ট প্রায়োরিটি কার্ড। 

যে কার্ডটি দিয়ে দৃশ্যমান পাঁচ তারকা মানের হোটেল ইডেন বে কক্সবাজার ও ইডেন বে কুয়াকাটায়  সহ দেশ-বিদেশের বিভিন্ন হোটেল এন্ড রিসোর্টে বিশেষ মূল ছাড়ে সকল সেবা পাওয়ার সুযোগ। এবং প্রতিটি হোটেল এন্ড রিসোর্ট আন্তর্জাতিক চেইনদারা পরিচালিত হবে বিধায় সেবা, খ্যাতির ও লাভের দিক দিয়ে শতভাগ নিশ্চয়টা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!