‘অপারেটর’ নামের চ্যাটজিপিটির এআই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ব্রাউজসহ ব্যবহারকারীর দেওয়া যেকোনো কাজ করতে পারে। টুলটি প্রথমবারের মতো যুক্তরাজ্যে চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গত মাসে ওপেনএআই বলেছে, যে কোনো কাজকে সহজ করে তোলার জন্যই তারা টুলটি ডিজাইন করেছেন। যেমন- ব্যবহারকারীর শপিং তালিকার ওপর নির্ভর করে অনলাইনে কেনাকাটার কাজটি সম্পন্ন করা এবং পুরো কাজটি শেষ করার পর স্বয়ংক্রিয়ভাবে এর থেকে বেরিয়ে আসার মতো কাজ।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, অপারেটরকে কম্পিউটার ইন্টারফেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য প্রশিক্ষণ দিয়েছে ওপেনএআই। যার মধ্যে রয়েছে ওয়েবপেজ এবং যেসব মেন্যু ও বাটন দেখে তার পাশাপাশি কীবোর্ড ও মাউস ব্যবহার করে ওয়েবে ঘুরেও বেড়ানোর মতো কাজ। তবে ব্যবহারকারীরা যে কোনো সময় এ টুলটির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন।
ওপেনএআই বলছে, অপারেটর’কে ব্যবহারকারীদের অ্যাকাইন্ট লগ-ইন বা আর্থিক তথ্যের প্রয়োজন পড়ে এমন কাজের জন্যও সক্রিয়ভাবে প্রশিক্ষণ দিয়েছে তারা। ব্যবহারকারীরা চাইলে টুলটিকে এ ধরনের দায়িত্বও দিতে পারেন।
এ ছাড়াও, রেস্তোরাঁ বুকিং বা পরিবহনের মতো বাস্তব বিশ্বের চাহিদা মেটাতে অপারেটর’কে যাতে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে ‘ওপেনটেবল’ ও ‘উবার’-এর মতো বিভিন্ন সাইটটের সঙ্গেও কাজ করেছে ওপেনএআই।
যুক্তরাজ্যে চ্যাটজিপিটির প্রো শ্রেণির গ্রাহকদের জন্য এ টুলটি চালু করেছে কোম্পানিটি। যার জন্য মাসে দুইশ’ মার্কিন ডলার গুনতে হবে তাদের।
এ বছরের শুরুতে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, ২০২৫ সাল থেকে ‘কর্মক্ষেত্রে যোগ দিতে’ শুরু করবে এবং ‘কোম্পানির নানা উৎপাদনেও বস্তুগত পরিবর্তন আনবে’ বিভিন্ন এআই টুল।
আপনার মতামত লিখুন :