বিদেশি ভাষা শিখে বহুমুখী ক্যারিয়ার

স্বপ্নবাজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:১৯ পিএম

বিদেশি ভাষা শিখে বহুমুখী ক্যারিয়ার

ছবি: সংগৃহীত

অনেকেই পড়াশুনার পাশাপাশি অনেক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন। যাদের বিদেশে চলে যাওয়ার ইচ্ছা থাকে তারাও আবার প্রশিক্ষণ নেন; এ ক্ষেত্রে প্রথম যে প্রশিক্ষণটা নেওয়া দরকার, সেটা হলো ভাষার প্রশিক্ষণ। আপনি যে দেশে যাবেন, সেই দেশের ভাষা জানা অনেক জরুরি। আবার বিদেশি ভাষা জানা থাকলে শুধু বিদেশ নয়, বাংলাদেশও অনেক কাজের সুযোগ আছে। বিদেশি ভাষা শেখার জন্য দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোয় ভাষা শিক্ষা কোর্স করানো হয়। কোথায় বিদেশি ভাষা শিখবেন, কাজের সুযোগ কেমন এটা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। জানাচ্ছেন—  মিনহাজুর রহমান নয়ন

বিদেশে ক্যারিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, বিদেশি ভাষা শিখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বিভিন্ন পদে ভালো বেতনে  কাজের সুযোগ রয়েছে বিশ্বের অনেক উন্নত দেশে। সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে সংশ্লিষ্ট ভাষাভিত্তিক দেশগুলোয়। তবে শর্ত হলো- ভাষা শিক্ষায় পরীক্ষায় পাস করা এবং সংশ্লিষ্ট দেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি-কালচার বিষয়ে জানা।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কিছু দেশের চুক্তি অনুসারে ভাষা শিখে সরকার নির্ধারিত খরচে কাজে যাওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে এশিয়ার উন্নত দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, পর্তুগালসহ গুরুত্বপূর্ণ দেশগুলোর ভাষা জানলে সেখানে কাজের সুযোগ মেলে খুব সহজেই।

মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোয় সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ বেশি দেওয়া হয়। আমেরিকা বা ইউরোপের উন্নত দেশগুলোয় পড়াশোনার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকলে অতিরিক্ত সময়ে পার্টটাইম কাজের ক্ষেত্রে এটি খুবই প্রয়োজন। এ ছাড়া দোভাষী, অনুবাদক, পর্যটন গাইডসহ আরও বিভিন্ন পদে চাকরির সুযোগ তো থাকছেই।

দেশেও অনেক সুযোগ

আসলে দক্ষদের সুযোগ আছে সবখানেই। এই যেমন ভাষা শিখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দোভাষী হিসেবে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে অনেকে কাজ করছেন দোভাষী হিসেবে। দোভাষী হিসেবে আরও কাজের সুযোগ আছে পর্যটন খাতে, সরকারি-বেসরকারি খাতের বিদেশি অর্থায়ন প্রকল্পগুলোয়। তৈরি পোশাকশিল্প বা আরএমজি সেক্টরের বায়িং হাউসসহ আন্তর্জাতিক বাণিজ্য-সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোয় কাজের সুযোগ আছে।

এ ছাড়া সুযোগ রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট বা ভাষা কেন্দ্র, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং কলেজ, সেন্টার, আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ বা ইনস্টিটিউটগুলোয় শিক্ষকতা বা প্রশিক্ষক হওয়ার। জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোয় সংশ্লিষ্ট দেশের ভাষাভিত্তিক কাজের সুযোগ রয়েছে। 

কোন ভাষা শিখবেন

বিভিন্ন বিদেশি ভাষার স্বল্পমেয়াদি ও ডিপ্লোমা কোর্স করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ভাষা শিক্ষা কেন্দ্রগুলো। এ ছাড়া ইংরেজি, জাপানি, চীনা ভাষার ওপর চার বছর মেয়াদি স্নাতক ও এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। আরবি, ইংরেজি, চীনা, জাপানি, জার্মান ও ফরাসি, ইতালীয়, ফারসি, রাশিয়ান, স্পেনীয়, কোরীয়, তুর্কি, হিন্দি, মালয় ভাষা শেখারও সুযোগ রয়েছে।

কোর্সভিত্তিক খরচ হবে যেমন

বিশ্ববিদ্যালয়ভেদে তিন মাস, পাঁচ মাস, ছয় মাসের সার্টিফিকেট বা এলিমেন্টারি বা লেভেল-১ বা লেভেল-২ সম্পন্ন করতে খরচ হতে পারে প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা। এক বছরের ডিপ্লোমা কোর্সে খরচ প্রায় ৪০ হাজার টাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের সার্টিফিকেট বা এলিমেন্টারি কোর্সে খরচ পড়বে ১৫ থেকে ৩০ হাজার টাকা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!