অমর একুশে বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ওমর এফ নিউটনের লেখা আত্ম-উন্নয়ন ও মোটিভেশন বিষয়ক বই ‘অণু- প্রেরণা’। এটি তার লেখা দ্বিতীয় বই। গত বইমেলায় লেখকের ‘এবার তো মানুষ হ’ শিরোনামের একটি বই প্রকাশ হয়, যা বেশ পাঠকপ্রিয় হয়।
এবারের বই নিয়ে লেখক জানান, ‘অণু-প্রেরণা’ এমন একটি গ্রন্থ; যা আপনার মাঝে উন্মেষ ঘটাবে নতুন চিন্তা ও ভাবনার দ্বার, উন্মোচন করবে জীবনের নব সম্ভাবনার। এ বইয়ের অণুসম ছোট ছোট প্রেরণা অনুপ্রেরণার ভান্ডার হয়ে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে জীবনের গভীরতম তাৎপর্য অন্বেষণে সহায়তা করবে। তাই আশা করি, বইটি পড়ে পাঠক নিজের সঙ্গে দূরত্ব ঘুচে নিয়ে নতুন সম্ভাবনার পথ তৈরি করতে সক্ষম হবে।’
বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে জ্ঞানকোষ প্রকাশনীর ২৪ নম্বর প্যাভিলিয়নে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন :