হোয়াটস অ্যাপের ভয়েস মেসেজ এখন পড়াও যাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:১০ এএম

হোয়াটস অ্যাপের ভয়েস মেসেজ এখন পড়াও যাবে

ছবি: ইন্টারনেট

তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম হোয়াটস অ্যাপে পাঠানো ভয়েস মেসেজ এখন পড়তে পারবেন বার্তা গ্রহণকারী। অর্থ্যাৎ বার্তা প্রেরণকারী যদি কোন ভয়েস মেসেজ দেন, তাহলে সেই ভয়েস বার্তা লিখিত আকারেও পাবেন বার্তা গ্রহণকারী।

 এজন্য বার্তা গ্রহণকারীর স্মার্টফোনে হোয়াটস অ্যাপ অ্যাপ্লিকেশনে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট’ অপশন চালু থাকতে হবে। আপাতত এই সুবিধা শুধু স্মার্টফোনের হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা পাবেন অর্থ্যাৎ অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। 

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হলে –
সেটিংস -> চ্যাটসঃ -> ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস অপশনে গিয়ে এটি চালু করতে হবে। অপশনটি চালু করার সময় ট্রান্সক্রিপ্ট কোন ভাষায় হবে সেটি বাছাই করতে হবে। এই মুহুর্তে ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ এবং রাশিয়ান ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। যে ভাষা বাছাই করবেন, সেটি ডাউনলোড হবে। যেকোন সময় একই প্রক্রিয়ায় ট্রান্সক্রিপ্ট সুবিধা বন্ধ করা যাবে। 

ভয়েস মেসেজকে পড়তে হলে –
যে ভয়েস মেসেজ আসবে সেটিকে ট্যাপ করে চেপে ধরুন এবং ‘তিন ডট’ মেন্যু থেকে ‘ট্রান্সক্রাইব’ ট্যাপ করুন। ভয়েস মেসেজ লিখিত আকারে আপনার সামনে চলে আসবে। 
তবে ট্রান্সক্রাইবের জন্য যে ভাষা আপনি বাছাই করবেন, বার্তা প্রেরণকারীকে সেই ভাষাতেই ভয়েস মেসেজ পাঠাতে হবে। ভিন্ন ভাষা হলে এবং অডিও পরিষ্কার না হলে যথাযথ ট্রান্সক্রাইব নাও পাওয়া যেতে পারে। 

রূপালী বাংলাদেশ

Link copied!