মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় (মিনা) আনুষ্ঠানিকভাবে ‘মেটা এআই’ এর কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে অত্র অঞ্চলের ব্যবহারকারীরা চ্যাটবটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিতে পারবেন।
মার্কিন টেকজায়ান্ট মেটা বলছে, এই উদ্যোগের ফলে আরবি ভাষায় চ্যাট করা আরও সহজ হবে ব্যবহারকারীদের জন্য। গত অক্টোবরে মেটা ঘোষণা করেছিল যে, তারা মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ছয়টি নতুন দেশে চালু করছে, যার মধ্যে ব্রাজিল ও যুক্তরাজ্য রয়েছে।
একই সঙ্গে, প্রতিষ্ঠানটি ধাপে ধাপে আরও বিভিন্ন অঞ্চলে এই পরিষেবা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিল, এর মধ্যে মিনা অঞ্চলও অন্তর্ভুক্ত ছিল।
এখন থেকে, মেটার এই এআই আলজেরিয়া, মিশর, ইরাক, জর্ডান, লিবিয়া, মরক্কো, সৌদি আরব, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইয়েমেনে ব্যবহার করা যাবে। একই সঙ্গে, মেটা ভাষাগত সহায়তা বাড়িয়ে আরবি ভাষাও এতে অন্তর্ভুক্ত করেছে।
ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার-এর মতো অ্যাপে ‘@মেটা’ ট্যাগ করে চ্যাটের মাধ্যমে এই ভার্চুয়াল সহকারীকে ডাকার সুযোগ পাবেন। এটি ব্যবহার করে কাছাকাছি ঘোরার জায়গার সুপারিশ পাওয়া যাবে, কিংবা রোড ট্রিপের জন্য গান সংযুক্ত করার পরামর্শ নেওয়া যাবে। তবে, প্রতিটি অঞ্চলে এই পরিষেবার প্রাপ্যতা ভিন্ন হতে পারে বলে জানিয়েছে মেটা।
মেটা জানিয়েছে, মিনা অঞ্চলে নতুন কিছু বহুমাত্রিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করা হবে, যার মধ্যে রয়েছে- ‘ইম্যাজিন মি’: ব্যবহারকারীদের শৈল্পিক সেলফি তৈরি করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল; ইনস্টাগ্রাম রিলের জন্য অডিও ডাবিং ইত্যাদি।
এই ঘোষণার মাধ্যমে মেটা জানিয়েছে যে, বর্তমানে ১৩টি ভাষায় ৪২টি দেশে মেটা এআইয়ের কার্যক্রম চলমান আছে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং ফেসবুক মিলিয়ে ইতোমধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ব্যবহারকারী এই প্রযুক্তির সুবিধা নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :