অমর একুশে বইমেলা-২৫-এর চলছে শেষ সপ্তাহ। ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। মেলাজুড়ে দুই ধরনের বইয়ের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। এসব হলো- জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা এবং অন্যটি থ্রিলার ঘরানার বই।
গতকাল বুধবার বইমেলার ২৬তম দিন পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে অনুষ্ঠিত এবারের বইমেলায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ এবং জুলাইকে উপজীব্য করে লেখা বই বেশি প্রকাশিত হয়েছে।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশকেরাও বলছেন, এবারের বইমেলায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ ও জুলাইকে উপজীব্য করে লেখা বিভিন্ন কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৃষ্টি বেশি প্রকাশিত হবে এটাই স্বাভাবিক বিষয়। পাঠকের চাহিদাও রয়েছে লেখাগুলোর ওপর।
সেসব বইয়ে উঠে এসেছে জুলাইকে উপজীব্য করে কবিতা-গান ও গল্প-উপন্যাসের পাশাপাশি গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ। এবারের মেলায় জুলাই অভ্যুত্থান নিয়ে রচিত বইয়ের জয়জয়কার। একই সঙ্গে, থ্রিলার উপন্যাস ও গল্পের প্রতিও বেশ ভালো চাহিদা রয়েছে।
থ্রিলার অর্থাৎ, রোমাঞ্চ উপন্যাস ঘিরে তারুণ্যের উন্মাদনা চোখে পড়ে এবারের মেলার প্রথম থেকেই। শেষ দিকে এসেও তারুণ্যের আগ্রহের দিক থেকে এগিয়ে আছে জনপ্রিয় সাহিত্যের এই ধারা।
বিভিন্ন প্রকাশনীর বিক্রয়কর্মীরা জানান, থ্রিলার আর সায়েন্স ফিকশন বেশি চলছে। মেলার প্রথম থেকেই তরুণেরা থ্রিলার, হরর (ভূত) এগুলো চাইছেন। একই সঙ্গে, টিনএজ, জেন-জিদের থ্রিলারে আকর্ষণ বেশি। প্রচলিত অন্যান্য উপন্যাসের পরই চলছে থ্রিলার।
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে যেসব বই এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- জনপ্রিয় কথাসাহিত্যিক, সাংবাদিক মাইদুর রহমান রুবেলের লেখা ‘৩৬ জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি’ মাহবুবুর রহমান শাহীনের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: নতুন বাংলাদেশের আদ্যোপান্ত’, ‘সৃজনী’ থেকে মো. আল আমিন সম্পাদিত ‘রক্তাক্ত জুলাই ২০২৪’, ‘কাব্যকথা’ থেকে জালাল খান ইউসুফীর ‘গণঅভ্যুত্থানের পুঁথি ৩৬ জুলাই ২০২৪’, ‘চন্দ্রবিন্দু’ থেকে নাজির উদ্দীন মাহমুদ ও কাউছার হায়দারের সম্পাদনায় জুলাইয়ের গ্রাফিতির সংকলন ‘ভিন্নমতের দেয়াল’, ‘জনপ্রিয় প্রকাশনী’ থেকে অগ্নি ইসলামের সম্পাদনায় ‘আমার দেখা গণঅভ্যুত্থান ২০২৪’ ও মেহেদী হাসান ডালিমের ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’, মুক্তদেশ থেকে এস এম মাসুদ রানার ‘মানচিত্রের কান্না’, এশিয়া পাবলিকেশনস থেকে মাওলানা মহিউদ্দিন বিন জুবায়েদের ‘বৈষম্যবিরোধী আন্দোলন’, আলোঘর প্রকাশনী থেকে মোহাম্মদ আবদুল মজিদের ‘বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে’, আকাশ থেকে খন্দকার মাশরুকুর রহমান সাইমের ‘রক্তক্ষয়ী কোটা ২০২৪’, বিদ্যাপ্রকাশ থেকে সায়ন্থ সাখাওয়াতের ‘জুলাই গণঅভ্যুত্থান ও জেল জীবন’, আলোর ঠিকানা থেকে আমিরুল মোমেনীন মানিকের গল্পগ্রন্থ ‘গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ’ এবং রাকিবুল এহছান মিনারের ‘বোধের অভ্যুত্থান’ ও আরিফ হোসেন সবুজের ‘বাকশাল থেকে স্বৈরাচার’ শীর্ষক দুটি কাব্যগ্রন্থ এবং ‘দি রয়েল পাবলিশার্স’ থেকে বেরিয়েছে আহমদ মতিউর রহমানের তিনটি বই ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’; ‘আমি বিজয় দেখেছি- ৩৬ জুলাই’ ও ‘দেশ কাঁপানো ২৩ দিন’।
ক্লাব এইটি ফাইভ থেকে প্রকাশিত হয়েছে ২৩ বন্ধুর প্রেমবিষয়ক গল্পের বই ‘প্রজাপতির ডানা’; বাতিঘর প্রকাশনী থেকে মোহাম্মদ নাজিম উদ্দিনের সম্পাদনায় ১০ জন লেখকের ১৫টি গল্পের বই ‘জুলাইর গল্প’ ও ‘লাল বসন্তের দিনলিপি’, মিজান পাবলিশার্স থেকে মো. শাহ্ আলমের ‘হৃদয়ে জুলাই ৩৬, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন অন্তর্বর্তী সরকার’, ঘাসফুল থেকে বেরিয়েছে ‘গুলি ও গাদ্দার’, ‘মান্ডুলের ঝড়’ ও ‘দোয়েল পাখি’; জ্ঞানকোষ থেকে বেরিয়েছে ‘ট্রেন টু ঢাকা’ প্রভৃতি।
গতকাল বুধবার অমর একুশে বইমেলার ২৬তম দিন মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ১৬৬টি।
বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি : নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশগ্রহণ করেন কল্লোল মোস্তফা এবং এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
আজকের অনুষ্ঠান: আজ বৃহস্পতিবার অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৭তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ: রাষ্ট্র কাঠামো’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশগ্রহণ করবেন সৈয়দ নিজার। সভাপতিত্ব করবেন কাজী মারুফ।
আপনার মতামত লিখুন :