হে বিধ্বস্ত পথিক খুঁজে দেখ আমায়
ক্লান্ত নগরীর একান্ত নিস্তব্ধতায় ।
বিভৎস অন্ধকারে নিমগ্ন লাল বর্ণ চাদরে ,
যেখানে রক্তরা খেলা করে পিচ ঢালা প্রান্তরে।
যেখানে স্বপ্নরা খুন হয় রাতের নীলাভ আঁধারে
সেখানে উর্বশী মগজ তিক্ত বিষের পেয়ালায়
মেতে উঠে বেসামাল অপার রঙ্গিন খেলায়।
সেখানে বিরাজমান আমি--ক্লান্তির সজ্জায় ;
চলমান কালের অশান্ত বলিয়ান বলি রেখায়।
বিবর্ণ মায়ার কলতান ডাক দিয়ে যায় --
এসো পথিক, আমার নগরীর শেষ কোঠায়।
যেখানে তোমায় নিয়ে আমার বিলাস প্রশান্তির সমাপ্তি।
যেখানে বেদনার উৎসবে মেতে উঠে অসীম নীলাভ অবন্তী
ক্ষান্ত পথিক এসো তুমি,
হবে এই বিবর্ণ নগরীর একটি রাতের স্বাক্ষী ।
আপনার মতামত লিখুন :