গোপন তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে। সম্প্রতি দ্য ভার্জের এক প্রতিবেদনের বরাতে এক সংবাদ করে টেকক্রাঞ্চ।
এ বিষয়ে এক বিবৃতিতে মেটা জানায়, ‘কর্মীরা যখন কোম্পানিতে যোগ দেন, তখনই তাদের জানিয়ে দেওয়া হয় এবং সময়ে সময়ে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা আমাদের নীতিমালার পরিপন্থি, উদ্দেশ্য যা-ই হোক না কেন।
সম্প্রতি আমরা একটি তদন্ত পরিচালনা করেছি, যার ফলে প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে, এবং ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখি এবং যেকোনো ‘লিক’ শনাক্ত হলে ব্যবস্থা নিতে থাকব।
সম্প্রতি মেটার অভ্যন্তরীণ বৈঠক ও ঘোষণা না করা বিভিন্ন পণ্যের পরিকল্পনা নিয়ে একের পর এক খবর ফাঁস হওয়ার পর প্রতিষ্ঠানটি এই কঠোর পদক্ষেপ নিল।
সম্প্রতি এক ‘অল-হ্যান্ডস’ মিটিংয়ে (সব কর্মীর বৈঠক) মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বক্তব্যও ফাঁস হয়। এর পরপরই প্রতিষ্ঠানটি কর্মীদের সতর্ক করে দেয় যে, তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের চাকরি হারাতে হবে।
পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন এই সতর্কবার্তাও ফাঁস হয়ে যায়। এক অভ্যন্তরীণ আলোচনায় মেটার চিফ টেকনোলজিক্যাল অফিসার অ্যান্ড্রু বোসওয়ার্থ কর্মীদের জানান যে, তথ্য ফাঁসকারীদের শনাক্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।
আপনার মতামত লিখুন :