ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

শুরু করুন অনলাইনে কাপড়ের ব্যবসা

মিনহাজুর রহমান নয়ন
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত

এখন অনেক মানুষই অনলাইনে কাপড়ের ব্যবসা করছে, কারণ কাপরের মার্কেটে প্রচুর ভিড়; সেই কারণে কিছু মানুষ মার্কেটে যেতে অনেক বিব্রতবোধ করে। তারা আজকাল সহজে অনলাইনে কাপড় কিনে, তাই এখন এ ব্যবসা মোটামুটি জমজমাট। তো আপনি যদি অনলাইনভিত্তিক একটি কাপড়ের ব্যবসা শুরু করতে চান তবে আপনি যেকোনো সময় শুরু করতে পারবেন; কাপড় প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদার একটি।

অনলাইন কাপড় ব্যবসার ৬টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা জরুরি: পণ্যের ধরন নির্বাচন, ব্যবসার করার অঙ্গীকার, অনলাইন স্টোর সেটআপ, পণ্য ডিজাইন, পণ্যের প্রচার, কাস্টমার সাপোর্ট।

কাপড়ের ধরন নির্ধারণ করা 
প্রত্যেকটি পণ্যেরই কিছু টার্গেট-কৃত ক্রেতা থাকে। সেটাকে মাথায় রেখে উপযুক্ত কাপড় নির্বাচন করুন। আপনি যতটা আপনার কাস্টমার এবং কাস্টমারের পছন্দকে জানবেন, আপনি তত তাদের পছন্দের পণ্যগুলো তৈরি করতে পারবেন। আপনি যদি উপযুক্ত ধরন নির্ণয় এর ব্যাপারে নিশ্চিত হতে না পারেন, তবে সফলতার ব্যাপারে নিশ্চিত হবেন কীভাবে! তাই আপনাকে প্রথমেই পণ্যের উপযুক্ত ধরন নির্ণয় করতে হবে।

যেমন: মেয়েদের কাপড় নিয়ে ব্যবসা করতে চাইলে মেয়েরা কী ধরনের কাপড় বেশি কিনে সে বিষয় যাচাই-বাছাই করতে হবে। আবার, ঋতু, স্থানভেদে কাপড়ের পছন্দের ভিন্নতা থাকে, সেটাও খেয়াল করতে হবে।
ছেলেদের ক্ষেত্রেও একই বিষয়। ট্রেন্ড এবং বর্তমানের চাহিদা মোতাবেক কাপড় নির্বাচন করতে হবে। আর যদি শিশু, বাচ্চা কিংবা বয়স্কদের জন্য হয়, সে ক্ষেত্রে মার্কেট যাচাই-বাছাই করতে হবে।

ব্যবসার কমিটমেন্ট
সফল কাপড়ের ব্যবসায়ী হতে যেসব বিষয় মাথায় রাখতে হবে: আপনাকে রুটিন মাফিক কিছু কাজ করে যেতে হবে, সময় এবং ট্রেন্ড অনুযায়ী নতুন কাপড় বেছে নেওয়া, নতুন ডিজাইন তৈরি, সোশ্যাল মিডিয়ায় পণ্যের নিয়মিত আপডেট, ক্রেতাদের মেসেজের দ্রুত রেসপন্সের মাধ্যমে বিশ্বাস অর্জন প্ল্যান বি রেডি রাখা, ব্যবসার প্রচার ও প্রসার বাড়ানো। এ বিষয়গুলো মাথায় থাকলে ব্যবসা করতে গিয়ে কখনোই ঘাবড়াবেন না।

অনলাইন ক্লোথ স্টোর সেটআপ
যদিও অনলাইন এবং অফলাইন ব্যবসার মধ্যে একটি যুদ্ধ চলছে। তবে, অনলাইনভিত্তিক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। অনলাইন মার্কেট হয়ে পড়েছে প্রতিযোগিতা-পূর্ণ সে জন্য স্টোর সেটআপ গুরুত্বপূর্ণ।
আগে অনলাইনে যেকোনো ব্যবসার জন্য কম্পিউটার থাকাটা অপরিহার্য ছিল কিন্তু এখন আপনি মোবাইলেই আপনার ব্যবসার সবকিছু কন্ট্রোল করতে পারছেন। বর্তমানে ফেসবুকের মাধ্যমে অনলাইন ব্যবসা করা সহজ এবং কার্যকরী। আর এটাকে বলা হয়  F-Commerce।

কিন্তু, অনলাইনে আপনার কাপড় ব্যবসাকে প্রসারিত করতে, কাস্টমারদের কাছে আস্থা ও ব্রান্ড ভ্যালু তৈরি করতে আপনার কিছু প্রয়োজনীয় খরচ করতে হবে।

প্রথম বিষয়টি হবে আপনার কাপড়ের ব্যবসাটি যে নামে থাকবে, সে নামের ডোমেইন কেনা, হোস্টিংয়ের জন্য প্রয়োজনীয় খরচ করা, আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, পণ্যের প্রচারে বুস্টিং কষ্ট (অপশনাল), আপনার সোশাল মিডিয়ার স্টোর সাইটটিতে পণ্য মূল্যসহ উপস্থাপন।

ফেব্রিক ডিজাইন ডেভেলপমেন্ট 
একটি কথা প্রচলিত আছে, ‘প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী’। মানুষ প্রথমে যেটা দেখে পছন্দ করবে, সেটার প্রতিই তার সর্বোচ্চ আকর্ষণ থাকবে, তারপর মনোযোগী হবে গুণাগুণে।

তাই প্রথম ইম্প্রেশনটা গুরুত্বপূর্ণ। একজন অনলাইন ক্রেতা মাত্রই জানে উপযুক্ত ডিজাইন এবং মানানসই রঙ্গের পণ্য পছন্দ করাটা কতটা ঝামেলার। তাই নিজেকে ক্রেতার আসনে বসিয়ে পণ্যের ডিজাইন করতে হবে।
আপনি আপনার কাপড়ের ডিজাইন পছন্দের জন্য বিভিন্ন সাইটের সাহায্য নিতে পারেন। ডিজাইনের ব্যাপারে আপনি নিজেকে ক্রেতার আসনে বসাবেন ভালো কিন্তু আপনার টার্গেটেড ক্রেতাদের ব্যাপারটি মাথায় রাখতে হবে। তাদের পছন্দের ব্যাপারগুলোকে প্রাধান্য দিন। আপনার কাপড়ের বৈশিষ্ট্য, কাপড়ের ডিজাইনে ফুটিয়ে তুলতে পারেন। কাপড়ে রঙের ব্যবহার, কাপড়ের বৈশিষ্ট্য ফুটে ওঠা, কাপড়ের আউটলুক সর্বোপরি আপনার পণ্যের আদর্শ ডিজাইন পণ্য কাটতির জন্য গুরুত্বপূর্ণ।

ক্লোথ প্রোডাক্টের প্রচার

অনলাইনে একটি কাপড়ের ব্যবসা শুরু করলেই আপনি নিশ্চিত হতে পারবেন না, আপনার পণ্য বিক্রি হবে। মানুষ ততক্ষণ আপনার কাপড়ের ব্যবসার কথা জানবে না, যতক্ষণ না আপনি তাদের জানাচ্ছেন। আপনার পণ্যের প্রতি কাস্টমারদের আকর্ষণ করতে আপনাকে অবশ্যই আপনার পণ্যের প্রচার করতে হবে।

সোশাল মিডিয়ার মাধ্যমে জানান দিতে হবে আপনার পণ্যের ব্যাপারে। এ ক্ষেত্রে আপনার পণ্যের গুণাগুণ ও বৈশিষ্ট্যের ব্যাপারে ডিটেইলস লেখা আপনাকে আপনার পণ্যের সঙ্গে যুক্ত করতে হবে। পণ্যের সুন্দর ছবি উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে প্রফেশনাল ফটোগ্রাফার এরও সাহায্য নিতে পারেন। কিংবা নিজেই মোবাইলে তোলা ছবি ব্যবহার করতে পারেন।

আপনার পণ্যের প্রচারে পরিচিত অভিনয়শিল্পীদের হায়ার করতে পারেন। কিংবা নিজেই পণ্যের মডেল হয়ে পণ্য প্রচার করতে পারেন। আপনার কাপড়ের ব্যবসার কাটতি নির্ভর করে আপনার প্রচারের ওপর তাই এ ক্ষেত্রে মনোযোগী হতে হবে।