স্পেনের বার্সালোনায় চলছে প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ মেলা ও প্রদর্শনী ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-২০২৫। গত সোমবার শুরু হওয়া এই প্রদর্শনীতে বার্সালোচনা যেন প্রযুক্তি বিশ্বের রাজধানীতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার এবারের আসরের পর্দা নামার পূর্বে ১ লাখের বেশি দর্শনার্থী এই আয়োজনে অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের। বিশ্বের ৭৫০টিরও বেশি মোবাইল অপারেটর এবং আরও অন্তত ৪০০ সদস্য প্রতিষ্ঠানে গঠিত সংগঠন ‘জিএসএমএ’ প্রতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আয়োজন করে।
আয়োজকদের সূত্রে জানা যায়, এবারের আসরে রেকর্ড দুই হাজার ৭০০ টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদের মধ্যে হুয়াওয়ে, স্যামসাং, শাওমি, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রয়েছে।
‘একত্রিত হও, সংযুক্ত হও, সৃষ্টি কর’। এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফাইভ-জি কানেক্টিভিটি-সহ বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন উপস্থাপন করা হচ্ছে।
নতুন প্রযুক্তি ও গ্যাজেট প্রদর্শনী
এই মেলায় বিশ্বের সর্বাধুনিক স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্মার্টগ্লাস ও ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস প্রদর্শিত হবে। পাশাপাশি ফোল্ডেবল ডিভাইস, স্বচ্ছ স্ক্রিন ও নমনীয় ডিসপ্লের নতুন উদ্ভাবন দেখা যাবে।
প্রতিবারের মতো এবারও শীর্ষ ব্র্যান্ডগুলো নতুন প্রযুক্তি ও পণ্য উন্মোচন করবে। এদের মাঝে স্যামসাং ‘গ্যালাক্সি এস২৫’ সিরিজের সিরিজ উন্মোচন করতে পারে।
শাওমি তাদের ‘১৫ আল্ট্রা’, অপো’র ‘ফাইন্ড এনফ’ ফোল্ডেবল ফোন এবং রিয়েলমি’র ১৪ প্রো উন্মোচন ও প্রদর্শিত হতে পারে এবারের আসরে। তবে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকবে ফোল্ডেবল ফোন এবং উন্নত ক্যামেরা সেন্সরযুক্ত স্মার্টফোনের প্রতি।
এ ছাড়া, শাওমির ‘এসইউ ৭ আস্ট্রা’ ইলেকট্রিক গাড়ি এবং নোকিয়া ও এলমো কারসের তৈরি রিমোট চালিত গাড়ি প্রদর্শিত হবে। পরীক্ষামূলকভাবে, এটি বার্সেলোনা থেকে নিয়ন্ত্রণ করা হলেও গাড়িটি চলবে ফিনল্যান্ডে।
‘কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বত্র’
এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। নিউজিল্যান্ডের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘টু ডিগ্রি’ এর মহাব্যবস্থাপক মিয়া অ্যান্ডারসন বলেন, ‘এটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে, কোন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য কার্যকর হবে, আমাদের নেটওয়ার্ক ও গ্রাহকদের জন্য কী ধরনের সুবিধা আনবে।’
স্কাইলো টেকনোলজির সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু নাটল বলেন, ‘আমি এখানে এসেছি দেখার জন্য যে, বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।’
বুয়েনস আইরেস প্রাদেশিক সরকারের প্রতিনিধি সান্দ্রা ডি’আগোস্তিনো বলেন, ‘আমরা এখানে নতুন সংযোগ ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমাধান খুঁজতে এসেছি।’
বিশ্বখ্যাত বক্তাদের অংশগ্রহণ
এবারের আসরে দুই শতাধিক সভা অনুষ্ঠিত হবে যেখানে ৪০ শতাংশই নারী বক্তা। এবারের আসরে বক্তব্য প্রদান করবেন এমন বক্তাদের মাঝে উল্লেখযোগ্য হিসেবে আছেন- দাবার গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ বিশেষজ্ঞ ও গুগলের প্রাক্তন কর্মকর্তা ক্যাসি কোজিরকভ, আধুনিক এআই এর পথিকৃৎ জার্গেন শ্মিডহুবার, মার্কিন যোগাযোগ কমিশনার ব্রেন্ডান কার, ভোডাফোন এর প্রধান নির্বাহী মার্গারেট ডেলা ভালে, টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বেনেডিক্ট স্কিলবার্ড ফারমার, শাটারস্টকের এআই ও ডেটা সায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্দ্রা সালাসহ অন্যরা।