উবার ভারতে কিশোর-কিশোরীদের জন্য বিশেষ সেবা ‘উবার ফর টিনস’ চালু করেছে। বর্তমানে ব্যাঙ্গালুরু, দিল্লি এনসিআর ও মুম্বাইতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে শিগগিরই এই সেবা আরও ৩৫টি শহরে সম্প্রসারিত হবে বলে নিশ্চিত করেছে কোম্পানিটি। এই তালিকায় রয়েছে আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ ও পুনের মতো শহর।
এই সেবার মাধ্যমে অভিভাবকরা ১৩ থেকে ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীদের জন্য পৃথক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর নিজেদের মোবাইল থেকেই উবার রাইড বুক করতে পারবেন অভিভাবকরা। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এতে থাকছে লাইভ ট্রিপ ট্র্যাকিং এবং অপশনাল অডিও রেকর্ডিং সুবিধা।
অভিভাবকরা চাইলে সন্তানদের জন্য নিজেরাই রাইড বুক করতে পারবেন এবং মাসিক ভ্রমণের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিতে পারবেন। ভারতে অভিভাবকদের অবশ্যই তাদের অ্যাকাউন্টে ক্রেডিট বা ডেবিট কার্ড সংযুক্ত করতে হবে কিশোরদের আমন্ত্রণ জানানোর জন্য। একবার সংযুক্ত হলে, অভিভাবক ও টিনেজার উভয়েই যেকোনো পেমেন্ট মাধ্যম, এমনকি নগদ অর্থ ব্যবহার করেও রাইড বুক করতে পারবে।
এ ছাড়া, ১৩-১৭ বছর বয়সি যাত্রীদের সঙ্গে আরও কিশোর-কিশোরী থাকতে পারবে। তবে এতে অনুমতি ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উবার।
উল্লেখ্য, দুই বছর আগে প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘উবার ফর টিনস’ চালু করেছিল কোম্পানিটি। বর্তমানে এটি ৫০টিরও বেশি দেশে চালু রয়েছে। ভারতীয় বাজারে ওলা, র্যাপিডো, এবং ব্লু স্মার্টের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে উবার।
গত কয়েক মাসে ভারতীয় গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একইসঙ্গে একাধিক রাইড বুকিং, সাশ্রয়ী ভাড়া ও প্রিপেইড আইটেম পিকআপ-এর মতো নানা নতুন ফিচার যুক্ত করেছে উবার। সম্প্রতি, অটো-রিকশার বুকিংয়ে কমিশন বাতিল করে প্রতিদিনের নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি চালু করেছে কোম্পানিটি।
আপনার মতামত লিখুন :