বাজারে আসার পর থেকেই একের পর এক চমক দিচ্ছে গুগলের ইন্টার-একটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্ল্যাটফর্ম ‘জেমিনি’। কিছুদিন পরপরই ব্যবহারকারীদের জন্য দারুণ সব ফিচার ও সুবিধা আনছে জেমিনি। সর্বশেষ আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ এক ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি।
এই ফিচারের আওতায় লক-স্ক্রিন এ থেকেও জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও গত সোমবার আরেকটি ফিচার চালু করেছে জেমিনি। এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা ভিডিও এবং ডিভাইসের স্ক্রিনে থাকা কনটেন্টের সাহায্যে জেমিনিকে প্রশ্ন করতে পারবে।
আইওএস অপারেটিং সিস্টেমের আইফোন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন আনলক না করেই জেমিনি ব্যবহার করতে পারবেন। ফোন লক থাকা অবস্থাতেই জেমিনির সঙ্গে কথা বলা যাবে। এজন্য ডিভাইসে শুধু জেমিনির উইডগেট করে নিলেই হবে। এই সুবিধা অ্যাপলের নিজস্ব এআই প্ল্যাটফর্ম ‘সিরি’তেও এখনো আসেনি।
প্রতিষ্ঠানটি বলছে, ২০২৭ সালে আইওএস ব্যবহারকারীরা সিরির এই সুবিধা পেতে পারেন। তবে অ্যাপলের অপেক্ষায় না থেকেই অন্য এআই প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এসব ফিচার নিয়ে এসেছে।
এটা ছাড়াও আইফোন ব্যবহারকারীরা লকস্ক্রিনে জেমিনি উইডগেটের মাধ্যমে আরও কিছু ফিচার ব্যবহার করতে পারেন যেমন- আইফোনের ক্যামেরার মাধ্যমে ছবি তুলে জেমিনিতে আপলোড করা, রিমাইন্ডার এবং ক্যালেন্ডার ইভেন্ট ব্যবহার করা এবং সরাসরি জেমিনির সঙ্গে টেক্সট চ্যাট শুরু করা।
অন্যদিকে স্পেনের বার্সালোচনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৫ এ জেমিনিতে ‘স্ক্রিনশেয়ার’ ফিচার প্রকাশ করেছে গুগল। এই ফিচারের আওতায়, স্মার্টফোনের স্ক্রিনে যে ভিডিও চলতে থাকবে, তার মাধ্যমে প্রশ্ন করা যাবে জেমিনিকে।
উদাহরণ হিসেবে, গুগল দেখায় যে, একজন ব্যবহারকারী জিনস প্যান্টের একটি ভিডিও দেখছেন এবং সেই ভিডিও ব্যবহার করে জেমিনিকে প্রশ্ন করছেন যে, ওই জিন্স প্যান্টের সঙ্গে আর কী পোশাক কেনা যায়। চলতি মাসের শেষ দিকে ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :