কপালে ভাঁজ ফেলে, মগ্ন গভীর চিন্তায়
দেখা হতেই প্রশ্নপত্র দিলে একনিমিষে ছুড়ে
তোমার প্রশ্নের বানে এখন দাঁড়িয়ে কাঠগড়ায়।
এত চেয়েও, কেন তুমি উপেক্ষায়-
হয়তো ভাবছ, কেন ফিরিয়ে দিলাম?
কেন, শক্ত বাঁধন ছিন্ন করে পাথর হয়ে
নিথর দেহে, একাকিত্বকে বরণ করে নিলাম?
তবে শোন, আজ নির্ভয়ে সত্যিটা বলে যাই
এ পথ চলায় বেমানান আমি, পথিক যে খোঁড়া,
তোমাকে বইবার শক্তি যে আমার নাই।
এক দুর্ঘটনায় পা হারানো পথিক আমি
ভালোবাসার পাহাড় সমভারে কুঁজো প্রায়,
কি করে এ ভার বহন করে পথ চলি বল
কি করে মজি আহ্লাদী প্রেম উন্মাদনায়।
যেখানে আমার গন্তব্যই নিকষ আঁধার কালো,
পথ হারানো, দিক ভোলানো পথিক আমি
পাহাড়সম ভুলের প্রাচীর, পায়নি খুঁজে আলো।
তোমাকে হৃদ মাঝারে গোপনে দিয়ে ঠাঁই -
একলা ভেলায় ভাসি এখন জোয়ার ভাটায়
সত্যি তোমাকে বইবার শক্তি আমার নাই।