বুধবার, ২৬ মার্চ, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব

বিদেশে পড়তে যাওয়া কঠিন কিছু না

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৪:৫১ পিএম

বিদেশে পড়তে যাওয়া কঠিন কিছু না

ছবি: সৌজন্য

বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর অন্যতম স্বপ্ন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া। সে অনুযায়ী পড়ার টেবিল থেকে নামিদামী কোচিংয়ের গণ্ডি পেরোলেও কোথায় যেন একটু দুর্বলতা থেকে যায়।

মনে হয় যেন, বিদেশে পড়তে যাওয়া অনেক কঠিন ব্যাপার। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হায়ার স্টাডি ক্লাব বলছে, বিদেশে পড়তে যাওয়া কঠিন কিছু না, এটি শিক্ষার্থীদের একটি ভ্রান্ত ধারণা। এ ধারণা থেকে বের করে আনতে ১০ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার পথ দেখিয়ে আসছে ক্লাবটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৈনিক রূপালী বাংলাদেশের ফোনালাপে কথা বলেছেন ক্লাবের বর্তমান সভাপতি আজমাইন তাশিক। তুলে ধরেছেন— আরফান হোসাইন রাফি

ক্লাবের উৎপত্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের (আরইউএইচএসসি) যাত্রা শুরু হয় ২০১৪ সালে। তখন আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার প্রতি উৎসাহী ছিল না, কিংবা ইচ্ছে থাকলেও সেভাবে সুযোগ হয়ে উঠত না। তখন ক্লাবের প্রতিষ্ঠাতা সালেহ রোকন ভাই চিন্তা করেন এমন একটি কমিউনিটি তৈরির, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের বাইরে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং তথ্য দিয়ে সহযোগিতা করবে।

তখন তার সঙ্গে যুক্ত হন ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন ভাই। এভাবেই আমরা শুরু করেছিলাম ২০১৪-১৫ সালের দিকে, প্রায় ৪০ জন সদস্য এবং ১০ জন নির্বাহী নিয়ে। দীর্ঘ ১০ বছরের পরিক্রমায় আমাদের ক্লাবের সদস্য এখন প্রায় আড়াই হাজার এবং ৩০০ জনের মতো শিক্ষার্থীকে উচ্চশিক্ষা কিংবা অন্যান্য উদ্দেশ্যে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি।

যে দেশে পাঠানো সম্ভব হয়েছে
নির্দিষ্টভাবে বলতে গেলে, কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের মোটামুটি ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী একসঙ্গে বিদেশে গিয়েছে। তাদের মধ্যে ইউরোপ, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ হয়েছে।

ক্লাবের পরিধি
হায়ার স্টাডি ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাব। তবে গত বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহীতে অবস্থিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী হয়, তবে তাদেরও আমরা সহযোগিতা করব। এ চেতনা থেকে আমরা রাজশাহী কলেজসহ আরও কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাবে অন্তর্ভুক্ত করছি।

বিদেশে পড়তে যেতে ক্লাবের ভূমিকা
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন সেশন আয়োজন করি। সেখানে আমাদের ক্লাবের সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন, তাদের আমন্ত্রণ জানানো হয়। এরপর তাদের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করি।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে আমরা কার্যক্রম পরিচালনা করি, যেমন—আইডিপি এডুকেশন, ব্রিটিশ কাউন্সিল, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ইত্যাদি সংস্থাগুলো, যারা শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর বিষয়ে কাজ করে। আমাদের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারে, যেকোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে কীভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য নিজেকে উপযোগী করা যায় বা কেমন পোর্টফোলিও প্রয়োজন।

আর্থিক সহায়তা
আমাদের ক্লাবের অভ্যন্তরীণ অর্থায়নের ক্ষেত্রে মূলত বিভিন্ন সেশন আয়োজন থেকে যে অংশগ্রহণ ফি পাওয়া যায়, তা একটি বড় উৎস। এ ছাড়া যারা বিদেশে আছেন, তাদের কাছ থেকেও কিছু সহযোগিতা পাওয়া যায়। এসব থেকে আমরা সারা বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করি। তবে যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাব, তাই সম্পূর্ণভাবে অর্থনৈতিক সহায়তা দেওয়া আমাদের জন্য কঠিন।

সাংগঠনিক লক্ষ্য
আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক ধারণা তৈরি করতে চাই—বিদেশে পড়তে যাওয়া আসলে কঠিন কিছু নয়! একাডেমিক প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা বা বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উচ্চশিক্ষার পথ অনেক সহজ হতে পারে।

আর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আমরা চাই আমাদের কার্যক্রম রাজশাহী এবং এর বাইরেও ছড়িয়ে পড়ুক, যেন শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারে এবং বিদেশে পড়তে যাওয়া কঠিন—এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারে।
 

আরবি/এসএম

Link copied!