বিশ্বজুড়ে শিক্ষাব্যবস্থা এখন আর সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। গ্লোবালাইজেশনের ফলে শিক্ষার্থীরা সহজেই বিশ্বের নামি বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমনই এক স্বর্ণসুযোগ করে দিয়েছে পাকিস্তানের ইউনিভার্সিটি অব লাহোর। কমসটেক ও লাহোর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ। ফুল-ডিগ্রি প্রোগ্রাম, ফেলোশিপ এবং শর্ট-টার্ম ট্রেনিংয়ের জন্য এ স্কলারশিপ দেওয়া হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা ইউনিভার্সিটি অব লাহোর বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যালাইন হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইনফরমেশন টেকনোলজি এবং ফার্মেসি।
কারা আবেদন করতে পারবেন?
এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। দেশের ভেতরে বা বাইরে থাকলেও আবেদন করা যাবে। ১৭ থেকে ৪৫ বছর বয়সি যে কেউ এ সুযোগ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে নারী এবং সংখ্যালঘুদের জন্য এ প্রোগ্রামে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থী, তরুণ গবেষক এবং বিজ্ঞানীরা (যারা পিএইচডি, মাস্টার্স, বা স্নাতক প্রোগ্রামে ভর্তি বা গবেষণায় সক্রিয়) এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
কী কী সুবিধা মিলবে?
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন একাধিক সুযোগ-সুবিধা। যাতায়াতের জন্য একটি ইকোনমি ক্লাসের বিমান টিকিট দেওয়া হবে। বিমানবন্দর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য বিশেষ পরিবহন সুবিধা থাকবে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। গবেষক ও প্রশিক্ষণার্থীরা সম্মানী পাবেন এবং তাদের জন্য বিনা মূল্যে থাকার ব্যবস্থাও থাকবে।
আবেদনের সময়সীমা
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি দারুণ সুযোগ। উন্নত গবেষণার সুযোগ ও বৈশ্বিক মানের শিক্ষা অর্জনের জন্য এমন বৃত্তি যেকোনো শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।