বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৮:১৩ এএম

ইতিহাসের আজকের এই দিনে

ছবি: সংগৃহীত

মানবসভ্যতা ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে। ইতিহাসের পাতায় বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, মহান ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষের জন্ম-মৃত্যু মিলিয়ে রচিত হয় এক অনন্ত কাহিনী। যা নতুন দিগন্ত উন্মোচন করে। আজ মঙ্গলবার (১ এপ্রিল, ২০২৫) ফিরে তাকালে দেখতে পাই এই দিনটি একাধিক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। বছরের পর বছর কেটে গেলেও আজকের দিনটি বিভিন্ন আলোচিত-সমালোচিত ব্যক্তিত্বের জীবন বা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হয়েছে।

ঘটনাবলি:
১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়।
১৮৬৭ - সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
১৮৬৯ - এই সময়কালে ভারতে আয়কর চালু হয়।
১৮৬৯ - নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।
১৮৭৮ - কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়া হয়।
১৯২৬ - কলকাতা ও দিল্লিতে টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯৩৫ - ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে আজকের দিনে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল।
১৯৩৬ - ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ - ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ - স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।
১৯৪২ - ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের ওকিনাওয়া দ্বীপে আগ্রাসন শুরু করে।
১৯৫৭ -অল ইন্ডিয়া এয়ারের অন্যতম নাম রাখা হয় আকাশবাণী।
ভারতে পুরাতন মুদ্রা (৬৪ পয়সায় এক টাকা) বহাল রেখে দশমিক মুদ্রা (১০০ পয়সায় এক টাকা) চালু হয়।
১৯৬০ - যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে।
১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।
১৯৭৯ - ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
১৯৯২ - বসনিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৯৭ - প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদ বিল পাস করা হয়।
১৯৯৮ - জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুলফিতর ও ঈদুল-আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।
২০০১ - নেদারল্যান্ডসে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়। এটি প্রথম দেশ, যেখানে এই আইন প্রণয়ন করা হয়।

জন্ম:
১৫৭৮ - উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক।
১৮০৯ – নিকোলাই গোগোল, রুশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
১৮১৫ - জার্মানি পুনর্গঠনের অন্যতম পুরোধা অটো ফন বিসমার্ক।
১৮৬৫ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় রসায়নবিদ রিচার্ড আডলফ জিগমন্ডি।
১৮৭০ - অতুলচন্দ্র সেন, বাঙালি লেখক। 
১৯০৭ - চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান।
১৯০৮ – আব্রাহাম মাসলো, মার্কিন মনোবিজ্ঞানী।
১৯১৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শল্যবিদ জোসেফ এডওয়ার্ড মুর।
১৯২৯ - আবেদ হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
১৯৩১ - চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী ডা. মোহাম্মদ মোর্তজা ।
১৯৩২ – রশিদ চৌধুরী, বাংলাদেশি চিত্রশিল্পী। 


১৯৩৩ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ ক্লোদ কহেন-টানউডজি।
১৯৩৬ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান।
১৯৪১ - অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার। 
১৯৪৭ - মার্কিন লেখক ফ্রান্সিন প্রোস।
১৯৫৩ - সাবেক ইতালীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার আলবের্তো জ্যাকহেরনি।
১৯৭৬ - জাপানি টেনিস খেলোয়াড় ইয়ুকা ইয়োশিদা।
১৯৮৩ - ফ্রাংক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়।
১৯৮৫ - মার্কিন অভিনেতা জশ জাকারম্যান।
১৯৯৩ - বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।

মৃত্যু:
১৬২১ - ইতালিয়ান চিত্রশিল্পী ক্রিস্টফানো আলোরি।
১৯৭৯ - মার্কিন অভিনেত্রী বারবারা লুডডয়।
১৯৮৩ - কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান।
১৯৮৪ - ইংরেজ লেখক এলিজাবেথ গউডগে।
১৯৯৪ - ফরাসি ফটোগ্রাফার রবার্ট ডইস্নেয়াউ।
২০০০ - একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক।
২০১২ - তুর্কি অভিনেতা একরাম বোরা।
২০১৩ - ইরানি অভিনেত্রী আসাল বাদিঈ।

ছুটি ও অন্যান্য:
১ এপ্রিল অনেক দেশে এপ্রিল ফুলস্ ডে বা অল ফুলস্ ডে হিসেবে পরিচিত।

আরবি/এসবি

Link copied!