শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

সাধারণ ব্যবহারকারীরাও গুগল সার্চের নতুন এআই মোড ব্যবহার করতে পারবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:৫২ পিএম

সাধারণ ব্যবহারকারীরাও গুগল সার্চের নতুন এআই মোড ব্যবহার করতে পারবেন

ছবি: ইন্টারনেট

গুগল সম্প্রতি সার্চের জন্য নতুন ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোড’ চালু করেছে। এই মোড উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্চকে আরও বুদ্ধিমত্তাসম্পন্ন ও কার্যকর করে তুলবে। নতুন এই মোড ব্যবহারকারীদের সরাসরি সার্চ ফলাফলের পেজেই কাঙ্ক্ষিত তথ্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করবে। ফলে অনেক ক্ষেত্রে আলাদা করে ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজনীয়তা কমে যাবে। 

প্রাথমিকভাবে এই সুবিধা কেবল গুগল ওয়ান এআই প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। তবে এবার চালু হওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ গুগল ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে।

গুগল সার্চের প্রচলিত অল ও ইমেজেস ট্যাবের পাশেই নতুন এআই মোড যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, এটি মূলত এআই ওভারভিউসের একটি উন্নত সংস্করণ। যা আরও গভীর বিশ্লেষণ, যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণ এবং মাল্টিমিডিয়া তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়িয়েছে। 

নতুন এই মোড বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর জন্য সংক্ষিপ্ত ও সুবিন্যস্ত আকারে উপস্থাপন করতে সক্ষম। ফলে সার্চ করা কোনো বিষয়ের উত্তর দ্রুত পাওয়া যাবে এবং একাধিক ওয়েবসাইট ঘেঁটে তথ্য খোঁজার প্রয়োজন কমে যাবে।

গুগল জানিয়েছে, এই মোড আরও উন্নত করতে বেশকিছু নতুন সুবিধা যোগ করা হবে। ভবিষ্যতের আপডেটে ভিজ্যুয়াল রেসপন্স, আরও উন্নত ফরম্যাটিং এবং প্রাসঙ্গিক ওয়েবসাইটের তথ্য আরও কার্যকরভাবে উপস্থাপন করার ব্যবস্থা থাকবে। এতে ব্যবহারকারীরা আরও সহজে ও দ্রুত অনুসন্ধানের ফল পেতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

রূপালী বাংলাদেশ

Link copied!