বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৯:২৭ এএম

banner

বাত ব্যথা কেন হয়, প্রতিকার কি?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৯:২৭ এএম

বাত ব্যথা কেন হয়, প্রতিকার কি?

ছবি: সংগৃহীত

বাত ব্যথা দুই ধরনের হয় একটা খয়জনিত আরেকটা প্রবাহজনিত। খয়জনিত বাত ব্যথা কেন হয় তা আমরা সবাই মোটামুটি জানি কোমর ব্যথার রোগীরা বেশি খয়জনিত কারণে হয়। বাত ব্যথার একটি সাধারণ সমস্যা রিমোটিক আর্থ্রাইটিস, বিস্তারিত জানাচ্ছেন, ডা. সৈয়দা মনি চৌধুরী-

রিমোটিক আর্থ্রাইটিস কি? 
রিমোটিক আর্থ্রাইটিস হলো বাত ব্যথার কমন একটি রোগ। এটা হলে হাতের গিরাতে প্রথমে ব্যথা শুরু করে, সকালে ঘুম থেকে উঠে মুখ খুলতে পারে না, নড়াচড়া করতে পারে না। ধীরে ধীরে কাজ করতে থাকলে তখন জ্যামটা খুলে যায়। এটা হলো রিমোটিক আর্থ্রাইটিস। এটা যে শুধু গিরাতে ব্যথা হবে তা নয় হাঁটুতে হাতের গিরায় সব জায়গায় হতে পারে।

কীভাবে নির্ণয় করা যাবে? 
সিবিসি টেস্ট করে সহজে এই রোগীদের নির্ণয় করা সম্ভব। যে গিরায় ব্যথা আছে সেটার এক্সরে করে দেখতে হবে সেটার খয় হয়েছে কি-না। এন্টিসিসিপি এন্টিবডি পরীক্ষা করে দেখতে হবে সেই গিরা কি অবস্থায় আছে। এই টেস্টগুলো করে সহজে রিমোটিক আর্থ্রাইটিস রোগ নির্ণয় করা যায়।

কখন বাত ব্যথা হয়? 
বাত ব্যথা শুরু হয় ত্রিশ বছরের আগে এর পরেও হতে পারে। এই রোগ হলে শুধু ওষুধ খেয়ে বাসায় বসে থাকলে এক সময় হাত-পা বাঁকা হয়ে যেতে পারে। কাজও ঠিকমতো করা যায় না। হাঁটা চলাও ঠিকমতো করতে পারবে না। তাই দ্রæত রোগ নির্ণয় করে তার চিকিৎসা করা উচিত।

চিকিৎসা কি? 
এই রোগের প্রধান চিকিৎসা হলো- ব্যথা প্রদাহরোধকারী ওষুধ, যা ফার্মেসিতে সহজে পাওয়া যাবে না, এটি বিশেষজ্ঞ ডাক্তার দেবেন এবং পরিমাপ অনুযায়ী দেবেন, সেই অনুপাতে খেতে হবে। কারণ এই ওষুধ কিডনিতে চাপ পরে। এই ওষুধের কাজ করতে তিন থেকে চার মাস সময় লাগে। অনেক সময় এক বছর এই ওষুধ খাওয়ার পর আর খাওয়ার প্রয়োজন হয় না। তবে কিডনিতে চাপ পরে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।  

ডা. সৈয়দা মনি চৌধুরী 
সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আরবি/এসআর

Link copied!