ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

ভ্রমণে খরচ বাঁচানোর উপায়

ছুটি প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ঈদ মানেই উৎসব, আনন্দ আর পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর সময়। অনেকেই এই সময়টায় ঘুরতে বের হন, কিন্তু ভ্রমণ খরচের চিন্তায় অনেক সময় পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। কিছু সহজ কৌশল অনুসরণ করলে ঈদ ভ্রমণেও বাজেটের মধ্যে থেকে উপভোগ করা সম্ভব।

আগেভাগে পরিকল্পনা করুন
ভ্রমণ খরচ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আগেভাগে পরিকল্পনা করা। ঈদের মৌসুমে যানবাহন ও হোটেলের চাহিদা বেশি থাকায় খরচও বেড়ে যায়। তাই আগে থেকে টিকিট ও হোটেল বুক করলে তুলনামূলক কম খরচে সুবিধা পাওয়া যায়।

অফ-সিজন গন্তব্য বেছে নিন
জনপ্রিয় পর্যটনস্থানের পরিবর্তে কম পরিচিত কিন্তু আকর্ষণীয় জায়গা বেছে নিলে খরচ অনেকটাই কমে যায়। ঈদের সময় ভিড় এড়িয়ে কম বাজেটে আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন।

অফার ও ছাড় খুঁজুন
অনলাইন ট্র্যাভেল এজেন্সি ও বিভিন্ন হোটেল বুকিং প্ল্যাটফর্মে ঈদ উপলক্ষে নানা ছাড় এবং ক্যাশব্যাক অফার থাকে। এগুলো খুঁজে দেখে উপযুক্ত অফার কাজে লাগালে খরচ কমে যাবে।

গ্রুপ ভ্রমণ করুন
বন্ধু বা পরিবারের সঙ্গে গ্রুপে ভ্রমণ করলে যানবাহন ও আবাসনের খরচ ভাগ করে নেওয়া যায়। এতে একক খরচ কমে আসে এবং বাজেটের মধ্যে থেকেই আনন্দ উপভোগ করা সম্ভব।

নিজস্ব খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিন
পর্যটনস্থানে খাবারের দাম বেশি হয়। তাই সম্ভব হলে নিজের খাবার, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। এতে অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো সম্ভব।  এভাবেই সঠিক পরিকল্পনা ও স্মার্ট কৌশল অবলম্বন করলে আপনার ঈদ ভ্রমণ আনন্দদায়ক ও সাশ্রয়ী হবে।