শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১১:৩৫ পিএম

লিফটের ভেতর কেন আয়না থাকে

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১১:৩৫ পিএম

লিফটের ভেতর কেন আয়না থাকে

ছবি: সংগৃহীত

প্রায় সব বহুতল ভবন বা শপিংমলের লিফটে ঢুকলেই চোখে পড়ে একটি আয়না।  কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন লিফটের ভেতরে আয়না থাকে।  এটা কি শুধুই নান্দনিকতার বিষয় নাকি এর পেছনে অন্য কোন বিশেষ কারণ রয়েছে।

জাপানের লিফট অ্যাসোসিয়েশন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি লিফটে একটি আয়না লাগানো বাধ্যতামূলক।  এটি সাজসজ্জার জন্য নয় বরং যাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে।

লিফটের ভেতরে অনেকেই ‘ক্লাস্ট্রোফোবিয়া’ অনুভব করেন।  ক্লাস্ট্রোফোবিয়া হল ছোট এবং সংকীর্ণ জায়গার ভয়।  লিফটে প্রবেশের সময় মানুষ অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে শ্বাসকষ্টের অনুভব হয় এবং দ্রুত শরীরে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি পায়। 

এর ফলে হার্ট অ্যাটাকও হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আয়না সাহায্য করতে পারে।  সাধারণত, আয়না একটি ছোট জায়গাকে প্রশস্ত দেখায় বলে জানা যায়, যা শ্বাসরোধের অনুভূতি কমিয়ে দেয়।

আয়না লাগানোর আরও একটি কারণ হল, ভেতরে থাকা লোকজনকে বিভ্রান্ত করা।  সাধারণত, বহুতল ভবনে লিফট স্থাপন করা হয়, যার অর্থ হল লিফটে চড়ে গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সময় ব্যয় হবে।

আয়না লাগানোর ফলে লিফটের যাত্রীর নিজেদের দেখবেন, পোশাক ঠিক করবেন এবং নানাবিধ কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারবেন।  এর ফলে ছোট জায়গায় মনকে ব্যস্ত রাখা সহজ হয়। সময়ও কেটে যায় দ্রুত।

লিফটে আয়না রাখার পিছনে উল্লেখযোগ্য আরেকটি কারণ হলো সুরক্ষা। আয়না থাকলে যে কেউ লিফটের ভেতরে থাকা সকলের ওপর নজর রাখতে পারেন। এর ফলে যেকোনো দুর্ঘটনা রোধ করা যেতে পারে।

আয়না থাকলে হুইলচেয়ার ব্যবহারকারীদেরও খুব সাহায্য হয়। লিফটের ভিতরে এগিয়ে আসতে বা পিছিয়ে যাওয়ার প্রয়োজন হলে, আয়না দেখে খুব সহজেই তারা পিছনে কতটা জায়গা আছে তা বুঝতে পারেন।

আরবি/আবু

Link copied!