পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ঘটেছে এক রোমাঞ্চকর ও হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা। ৮৫ বছর বয়সি শোভারানি বন্দ্যোপাধ্যায় কূপে পড়ে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই বললেন, ‘চা খাব!’
হুগলির পাণ্ডুয়া উপজেলার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায়, শনিবার (১২ এপ্রিল) সকালে পানি তুলতে গিয়ে একটি পুরোনো কূপে পড়ে যান শোভারানি। দীর্ঘ সময় পানিতে ভেসে থাকার পরেও তিনি জীবিত থাকেন- এ যেন এক বাস্তব সিনেমার দৃশ্য!
প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিদিন শোভারানির খোঁজ রাখেন, তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন এবং শেষে কূপে তাকিয়েই দেখেন শোভারানিকে ভাসমান অবস্থায়।
সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় খবর দেয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। দমকল কর্মীরা এসে কূপে মই নামিয়ে উদ্ধার করেন শোভারানিকে এবং দ্রুত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান।
জ্ঞান ফেরার পর নার্সদের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘চা খাব।’ এই সরল বাক্যটি উপস্থিত সবার মুখে হাসি ফোটায় এবং এক মুহূর্তেই জায়গা করে নেয় সবার মনে।
স্থানীয়রা বলছেন, ‘এটা অলৌকিক- এই বয়সে, এতক্ষণ কূপে পড়ে থেকেও উনি যেভাবে টিকে আছেন, সেটা এক কথায় বিস্ময়কর।’
এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং জীবনের প্রতি আশা, জেদ আর এক কাপ চায়ের অপার ভালোবাসার এক মুগ্ধকর উদাহরণ।
আপনার মতামত লিখুন :