ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাশিফল

দিনটি কেমন যাবে আপনার?

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত

আজকের রাশিফলের ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি।

পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-আজ ১৯ এপ্রিল, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পেশাগত ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে। ব্যবসায়ী এবং উদ্যোক্তারা তাঁদের ব্যবসা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করতে পারবেন। কর্মরতদের পদোন্নতিসংক্রান্ত জটিলতার প্যাঁচ খুলতে পারে। সময়ের সঠিক ব্যবহারে সফলতা পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): বিদেশসংক্রান্ত কোনো যোগাযোগ সফল হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রভাবশালীদের আনুকূল্য পাওয়ার সম্ভাবনা। অধীনদের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। অপ্রীতিকর কথোপকথন এড়িয়ে চলুন।

মিথুন (২১ মে-২০ জুন): কাজের চাপ থাকবে। বিরূপ সমালোচনার সম্মুখীন হতে পারেন। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। ভুল সিদ্ধান্ত থেকে সাবধান। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): সামাজিক যোগাযোগ বাড়বে। প্রতিকূল পরিস্থিতির হঠাৎ পরিবর্তন ও অগ্রগতির সম্ভাবনা। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো অভিযোগ মানসিক শান্তি নষ্ট করতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হবে। চাপ থাকলেও কিছু ইতিবাচক পরিস্থিতিতে আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কাজে উন্নতির যোগ। ভালো কাজের স্বীকৃতি । প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। পাবেন। প্রয়ে সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। পরিবেশ বাধামুক্ত। আপনার দৃঢ়সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কাজকর্মে উৎসাহ বাড়বে। পারিবারিক । জটিলতা দূর হবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। যৌথ বিনিয়োগের সুযোগ আসতে পারে। সাধ্যের বাইরে কিছু করবেন না। মন নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সদস্যদের সময় দিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো শুভ প্রচেষ্টার অগ্রগতি হবে। কাজে অন্যকে প্রভাবতি করা সহজ হবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। নিকট ভ্রমণ হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। নিজের ওপর আস্থা রাখুন। আর্থিক ব্যাপারে সচেতন থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কর্ম ও আর্থিক ক্ষেত্রে উৎসাহ বাড়বে। নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি পছন্দ করেন তা করার পক্ষে ভালো দিন। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক চাপ থাকতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা হবে। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগাতে পারে। প্রত্যাশা পূরণে বাধাবিপত্তি থাকবে। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ইতিবাচক মনোভাবে প্রচেষ্টা অব্যাহত রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ আসতে পারে। পাওনা অর্থ কিছু আদায় হতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন। নিরাপত্তাহীনতায় ভুগবেন না।