বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যেকোনো গাছ থেকে আলাদা করা যায় লজ্জাবতী গাছকে। লজ্জাবতী গুল্মজাতীয় উদ্ভিদ, স্পর্শকাতর লতাবিশেষ। লজ্জাবতী গাছের পাতা ছুঁয়ে দিলে পাতা সংকুচিত করে ফেলে, নিচের দিকে নুয়ে পড়ে।
কেন লজ্জাবতী গাছের পাতা নিচের দিকে নুয়ে পড়ে?
ভূপেন্দ্রনাথ সান্যালের উদ্ভিদবিজ্ঞান বই থেকে জানা যায়, লজ্জাবতী গাছের পাতার গোড়া পানি ও খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে। এ অবস্থায় পাতা কেউ ছুঁয়ে দিলে সেটি সংকুচিত হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে। কারণ স্পর্শ থেকে গাছে এক ধরনের তড়িৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ তড়িৎ প্রবাহের কারণে পাতার গোড়ায় থাকা পানি ও খনিজ বের হয়ে আসে।
ভূপেন্দ্রনাথ সান্যালের উদ্ভিদবিজ্ঞান বই থেকে আরও জানা যায়, পাতার গোড়া থেকে পানি ও খনিজ বের হয়ে আসার কারণে লজ্জাবতীর কাণ্ড বা শাখাগুলো আর সোজা থাকতে পারে না। যে কারণে নুয়ে পড়ে। যে কারণে মানুষ মনে করে, লজ্জাবতী গাছ ভীষণ লাজুক।
লজ্জাবতী গাছের উপকারিতা
পাকস্থলীর সমস্যায় উপকারী
লজ্জাবতী পাতার রস বা ক্বাথ গ্যাস্ট্রিক, আলসার এবং বদহজমে উপকারী।
মূত্রজনিত সমস্যায়
এটি ডায়ুরেটিক (বিরামহীন প্রস্রাব ঘটায়) হিসেবে কাজ করে, ফলে প্রস্রাবের জ্বালাপোড়া বা কম পরিমাণ প্রস্রাব হলে এটি উপকারী।
পাইলস বা অর্শ রোগে ব্যবহৃত হয়
লজ্জাবতী গাছের শিকড় এবং পাতা ব্যবহার করে পাইলসের ব্যথা ও রক্তপাত কমানো যায়।
বাত ও গাঁটের ব্যথায়
পাতা বেটে ব্যথার জায়গায় লাগালে আরাম পাওয়া যায়।
ঘা বা ক্ষতের চিকিৎসায়
পাতা বেটে ক্ষতের উপর লাগালে তা শুকাতে সাহায্য করে এবং জীবাণু নাশ করে।
রক্তপাত বন্ধ করতে
কাটা-ছেঁড়া হলে এর পাতা বেটে দিলে রক্ত বন্ধ হয়।
শরীর ঠান্ডা রাখে
এই গাছ শরীর ঠান্ডা রাখে বলে কিছু আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার হয়।
রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে সহায়ক
এতে আয়রন থাকায় এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।
লজ্জাবতী যেমন অনেক উপকারী, তেমনি কিছু অপকারিতাও রয়েছে।
লজ্জাবতী গাছের অপকারিতা
অতিরিক্ত ব্যবহার বিষাক্ত হতে পারে- লজ্জাবতী গাছের নির্যাস বা রস অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শরীরে বিষক্রিয়া হতে পারে, বিশেষ করে যকৃত বা কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে।
গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর- গর্ভাবস্থায় লজ্জাবতী গাছের ব্যবহার নিরাপদ নয়। এটি জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায়।
অ্যালার্জির সম্ভাবনা- কিছু মানুষের ত্বকে লজ্জাবতী গাছ স্পর্শ করলে অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে।
অবাঞ্ছিতভাবে বিস্তার- লজ্জাবতী গাছ দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্য গাছপালার বৃদ্ধি ব্যাহত করতে পারে। একে অনেক সময় আগাছা হিসেবে বিবেচনা করা হয়।
প্রাণীর জন্য বিষাক্ততা- কিছু গবেষণায় দেখা গেছে, গবাদিপশু যদি এই গাছ খেয়ে ফেলে, তাহলে হজমে সমস্যা বা বিষক্রিয়া হতে পারে।