ডিম সিদ্ধের পর পাতলা ধোঁয়া ওঠা পানিটা সরাসরি সিঙ্কে ফেলে দিচ্ছেন? তাহলে বলতেই হয়, একেবারে দারুণ এক সুযোগ হাতছাড়া করছেন! কারণ, এই সাধারণ দেখতে পানি আসলে একেবারে ‘সোনার খনি’—যা আপনার দৈনন্দিন জীবনে নিয়ে আসতে পারে এক চমকপ্রদ পরিবর্তন।
অনেকেরই মনে হতে পারে, সিদ্ধ করা ডিমের পানি তো আর কোনো কাজে আসে না—ব্যাস, ফেলে দিলেই হলো। কিন্তু গোপন রহস্যটা এখানেই! এই পানিতে জমে থাকে ডিমের খোসা থেকে ছড়ানো প্রাকৃতিক খনিজ পদার্থ, বিশেষ করে ক্যালসিয়াম। আর এই খনিজের শক্তি এমন এক কাজে লাগানো যায়, যা একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে তেমনি একেবারে বিনা খরচে!
কি ভাবছেন? রহস্যটা ঠিক কী? আসলে সিদ্ধ ডিমের পানি দিয়ে আপনি গাছপালা সেচ করতে পারেন। এই পানিতে থাকা ক্যালসিয়াম গাছের বৃদ্ধিতে সহায়তা করে, মাটিকে করে আরো উর্বর।
যারা বাড়িতে টবের গাছ বা ছোটখাটো বাগান করেন, তাদের জন্য তো এটা যেন নিখাদ আশীর্বাদ! শুধু ঠান্ডা করে নিয়ে গাছের গোড়ায় ঢেলে দিন—আর দেখুন গাছ কীভাবে সবুজে প্রাণে ভরে উঠছে!
শুধু তাই নয়, এই পানি দিয়ে বাগানের মাটিতে নতুন প্রাণ ফেরানো যায়, এমনকি বাড়ির বাইরে ছোটখাটো গাছেও প্রয়োগ করা যায়। এতে করে রাসায়নিক সার বা অতিরিক্ত খরচ ছাড়াই প্রাকৃতিকভাবে মাটির গুণগত মান বাড়ে। পরিবেশও থাকে নিরাপদ।
এই সহজ কৌশল জানার পর নিশ্চয়ই ভাবছেন—‘এতদিন কেন জানতাম না!’ এবার থেকে ডিম সিদ্ধের পর সেই পানিটুকু আর ফেলে দেবেন না, বরং প্রকৃতিকে ফিরিয়ে দেবেন একটুখানি ভালোবাসা।
আরেকটু মজার কথা? এতে আপনি শুধু গাছের উপকারই করছেন না, বরং নিজেকেও একজন ‘সবুজ যোদ্ধা’র খেতাব দিয়ে ফেলছেন!