আরফান হোসাইন রাফি
মানুষের পৃথিবীতে
অন্য গ্রহের প্রতি আমার মোহ কাজ করে
যেমনটা পৃথিবীর জন্য হওয়া উচিত
কিন্তু এখানে মায়া জন্মানোর কিছু নেই
একটা আকাশ আর গুটিকয়েক নক্ষত্র
আমাকে পৃথিবীতে থাকতে বাধ্য করেছে
ছালবাকল আর পশুর চামড়া মোড়ানো
দেহের কাছে মৌনতার হাতছানি
সুপারমুনের টর্চ লাইট দিয়েও
কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না
নিরল সন্ধ্যারা তসবি জপে এগিয়ে যাচ্ছে
গোরের অন্ধকারের দিকে
আর আমি একা দাঁড়িয়ে ভাবছি
আমি হয়তো বেঁচে নেই
অথবা জন্মই নেইনি
তাই মানুষের পৃথিবীতে আমি একা —
আপনার মতামত লিখুন :