ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ববির শীতের ফ্যাশন

তাহমিনা বৃষ্টি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৪:০৭ পিএম

ববির শীতের ফ্যাশন

ছবি: সংগৃহীত

শহরে শীতের আমেজ হালকা হলেও গ্রামে জাঁকিয়ে বসতে শুরু করেছে। শীত হলো বৈচিত্র্যময় পোশাকের ঋতু। তাই বলা যায়, শীতকালে সবধরনের পোশাক পরা যায়। যে জামা পরে গ্রীষ্মে অস্বস্তি লাগে; শীতে তা অনায়াসে চাদর কিংবা জ্যাকেটের নিচে পরা যায়। হেমন্তে হালকা শীত পড়তে শুরু করে। তাই এ সময় নরম উল, খাদি কিংবা ডেনিমের তৈরি হালকা পোশাক বেছে নেন তারকারা। এ সময় ফুল হাতা ও লম্বা কাটের শ্রাগ, টপস, গেঞ্জি কাপড়ের তৈরি পোশাক অনায়াসে পরে থাকেন তারকারা। ফ্যাশন সচেতন চিত্রনায়িকা ও প্রযোজক ইয়ামিন হক ববি রূপালী বাংলাদেশকে বলেন, ‘শীতে আমার জনপ্রিয় পোশাক জ্যাকেট করডোরি জ্যাকেট, ক্রপ জ্যাকেট, ডেনিম জ্যাকেট, লেদার জ্যাকেট, ক্যানভাস জ্যাকেট, টুইল জ্যাকেট  কটন জ্যাকেট এবং হুডি অনেক বেশি পছন্দ’।  এ সকল শীতের পোশাক গুচি ও জারা ব্র্যান্ড থেকে সংগ্রহ করে থাকেন ববি।

ত্বকের যত্নে তিনি বলেন, ‘শীতকালে ত্বক দ্রুত শুকিয়ে যায়। ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ জরুরি। ত্বক অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। শুধু ময়েশ্চারাইজার মেখে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যাবে না। এই মৌসুমে ত্বককে ভালো রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন ৮ গ্লাস পানি পান করতেই হবে। শীতকালে ঠোঁটের চারপাশ শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায়। এই সমস্যা এড়াতে হলে প্রতিদিন লিপ বাম মাখুন। হাতের কাছে সব সময় পেট্রোলিয়াম জেলি, লিপ বাম রাখুন’।

শীতে শুধু ফ্যাশন নিয়ে সচেতন নন; শীত নিয়ে রয়েছে ইয়ামিন হক ববির প্রতীক্ষার গল্প। তিনি বলেন, খেজুরের রস আমার ভীষণ পছন্দ। সারাবছর অপেক্ষায় থাকি, কখন শীতের সময় আসবে? আর গ্রামে গিয়ে গভীর রাতে গাছের নিচে দাঁড়িয়ে রস খাব। রস খাওয়ার জন্য আমি শীতের অপেক্ষায় থাকি’।

আরবি/ আরএফ

Link copied!