ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

ভাঙে হৃদয়

অনিল সেন

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৪:০৯ পিএম

ভাঙে হৃদয়

ছবি: রূপালী বাংলাদেশ

এমন একটা সময় আসে যখন কলমের কালি 
চুরি হয়ে যায়।
এমন একটা সময় আসে যখন ভরসার আশ্রয়
নিঃশেষ হতে থাকে।
এমন একটা সময় আসে যখন চোখের পলককে 
অক্ষর বানাতে হয়।
এমন একটা সময় আসে যখন মানুষ চেনা খুব 
সহজ করে দেয়।
এমন একটা সময় আসে যখন মিথ্যা দুহাতে ধরে 
সত্যের টুঁটি চেপে।
বেসামাল উচ্চারণে প্রকম্পিত হয় মর্ত্যভ‚মি
উত্তরে হাঁটা মানুষগুলো দিব্যি দক্ষিণে দৌড়ায়
কোকিলের সুমধুর ডাকেও ভরে না হৃদয়! 
বিপর্যয়ের মধ্যেও গভীর মনোযোগে 
ব্যস্ত নিজের হিসাব কষতে।
অথচ, এখনো খড়ে উষ্ণতা খোঁজে শিশু; 
দুর্ভাগা জননী।
মিথ্যার বেসাতিতে ভাঙে হৃদয়।

 

আরবি/ এম এইচ এম

Link copied!