ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

ফ্যাশনে ক্যাজুয়াল শার্ট

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:৩৭ পিএম

ফ্যাশনে ক্যাজুয়াল শার্ট

ছবি: নাটাই

সবার সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলা মানুষের একটা আলাদা সৌন্দর্য উপভোগ করে। মানুষ সব সময়ই চায় তাকে দেখতে ভালো দেখাক, সবায় তাকে আলাদা করে দেখুক, আর এই কারণে তার চেষ্টার কোনো কমতি নেই। আর তা সে মাথার চুল থেকে শুরু করে গায়ের জামা যাই হোক না কেন। এই সৌন্দর্যের জন্য আজকাল মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে যেন ছেলেরাও বিভিন্ন ফ্যাশনের রঙ্গে নিজেকে রাঙ্গিয়ে নিচ্ছেন। সব কাজের মাঝে বুদ্ধি করে পোশাক আর এর সঙ্গে মিলিয়ে অন্যান্য অনুষঙ্গ ঠিক করে নিলেই আপনি হয়ে উঠবেন ফ্যাশনেবল। সেক্ষেত্রে প্রথমে আসে শার্টের কথা। ছেলেদের চলমান বিশ্বে ক্যাজুয়াল ফ্যাশন সবচেয়ে জনপ্রিয় এখন। বিশেষ করে এখন সারা বিশ্বে করপোরেট দুনিয়া নামে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, সেখানে ক্যাজুয়াল শার্ট অপরিহার্য। বাংলাদেশের আবহাওয়ার জন্যও দ্বিধাহীনভাবে ক্যাজুয়াল শার্ট মানানসই। ছেলেদের জন্য গরমের মোক্ষম পোশাক ক্যাজুয়াল শার্ট। ফ্যাশন কেমন হবে তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। এবারের বর্ষার এমন আবহাওয়ার কারণে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। এই সময় ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি, তেমনি উৎসবেও দেবে ফ্যাশনেবল লুক। ক্যাজুয়াল এক রঙের শার্টের মধ্যে সুতির চলই বেশি। উত্তরবঙ্গের ফ্যাশন ব্র্যান্ড নাটাই এর প্রধান নির্বাহী মেহেদুল হাসান মেহেদী জানান, 

  • ক্যাজুয়াল শার্ট প্রিন্ট ও এক কালার, একটু ঢিলেঢালা।
  • শীতে একটু মোটা কাপড়ের বেশি চলে যেমন ডেনিম, গ্যাবাডিন। হাফ শার্ট এখন লেটেস্ট হচ্ছে কিউবান কলার। 
  • আজকাল ছেলেদের শার্টে বেশকিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো বড় কিছু না, খুব সূক্ষ্ম। যদিও শার্টের লুক বদলে দিতে এই পরিবর্তনগুলো বেশ গুরুত্ব পাচ্ছে। 

শুধু যে ক্যাজুয়াল শার্টেই নতুনত্ব এসেছে তা কিন্তু নয়, নকশায় পরিবর্তন এসেছে অন্যান্য পোশাকেও। যেমন- পাঞ্জাবি, ফতুয়াগুলোতে। এতদিন শার্টের কলার, হাতা সবকিছুতে একই কাপড় ব্যবহার হলেও বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে। এখন কলারের ভেতরে অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা ব্যবহার হচ্ছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। দুই রং বা দুই রকমের নকশা করা কাপড় জুড়ে দেওয়া হচ্ছে শার্টে।

শার্টের এই পরিবর্তন হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের জায়গা সবর্দাই থাকে। তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে এখন প্রচলিত অন্যান্য প্রিন্টের শার্ট ও তৈরি করা হচ্ছে। গরম কথা মাথায় রেখে নরম সুতির কাপড় ব্যবহার করেছি। রঙের ক্ষেত্রে অনেকে প্রাধান্য দিচ্ছে হালকা রঙ, ফলে ক্যাজুয়ালি ক্লাসি একটা লুক দেখা যায়। 

আরবি/ আরএফ

Link copied!