ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

স্বপ্ন যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়

সাইফুল ইসলাম

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:০৪ পিএম

স্বপ্ন যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করার আগে জানতে হবে স্বপ্ন কাকে বলে। কারণ, এ স্বপ্নকে আঁকড়ে ধরেই আপনি চলে যাবেন সফলতার শিখরে। এই স্বপ্ন কোনো ঘুমন্ত স্বপ্ন নয়, এই স্বপ্ন হলো হাড় ভাঙা পরিশ্রম করে বাবা-মার মুখে একটু হাসি ফুটানোর স্বপ্ন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। সেটি বাস্তবায়ন করতে হবে প্রতিটি সিঁড়ির ধাপের মতো। ধরে নিতে পারেন, সিঁড়ি বেয়ে বাসায় পৌঁছালেই পাবেন স্বর্গ সুখের দেখা। পাবলিকে চান্স কখনো এক দিন বা দুই দিনে আসবে না।

তাই আপনাকে প্রথমেই নির্ধারণ করতে হবে,সত্যি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান কি না। কারণ, এটিই আপনার ভবিষ্যতের মোটিভেশন। নিজের লক্ষ্য নির্ধারণ করুন; আপনার কাছে যা কিছু হয়ে যাক না কেন, আপনাকে চান্স পেতেই হবে! পারিবারিক সমস্যা, দিন পার করে দেওয়া এবং পড়ায় মনোযোগ না বসা, এগুলো হলো অজুহাত মাত্র। অর্থাৎ, দুর্বল স্বপ্নের একটি প্রতিশব্দ ধরে নিতে পারেন, কিংবা ধরতে পারেন, আপনি পাবলিক ভার্সিটি নিয়ে পরিপূর্ণ স্বপ্ন দেখেননি, দেখেছেন শুধু অন্যের সফলতা! তাই স্বপ্ন দেখুন এমনভাবে, আমি হবো সেই মানুষ। তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামিয়ে রাখতে পারবে না।

দ্বিতীয় যে জিনিসটি পাবলিকের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, তা হলো কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম। আপনার প্রস্তুতি নিতে হবে কৌশলগতভাবে। ভার্সিটি পরীক্ষা হলো বাদ দেওয়ার পরীক্ষা। এখানে যেমন ভার্সিটি থেকে আপনাকে বাদ দেওয়ার চেষ্টা করা হবে, তেমন আপনারও জীবন থেকে সাময়িকভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে হবে। 
বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, যাতে বুঝতে পারেন কোথা থেকে প্রশ্ন আসতে পারে। যে বিষয়গুলো কখনোই আসেনি, সেগুলো তুলনামূলকভাবে বর্জন করতে হবে। ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। এখানে সময় আপনাকে নিয়ে খেলবে, কিন্তু সেই খেলায় যেন আপনি জিততে পারেন, তার জন্য আপনাকে সম্পূর্ণ সময়ের পরিপূর্ণ ব্যবহার করতে হবে। এ সময়টায় একান্তই নিজেকে সময় দিতে হবে। পারিপার্শ্বিক যেই থাকুক, যাই হোক, আপনাকে লক্ষ্যেই অটুট থাকতে হবে। সহজ কথায়, আপনাকে জঘন্য রকমের পরিশ্রমী হতে হবে। যতক্ষণ না আপনার মা-বাবা কিংবা গাইড টিউটর আপনার পড়ার টেবিল থেকে টেনে তুলছে, ততক্ষণ পড়তে হবে। পড়ার টেবিল হবে আপনার বিছানা কিংবা আরামকেদারা। এরপর যে জিনিস দরকার, তা হলো আত্মবিশ্বাস। এই বিষয়টিকে যে ধারণ করতে পারে, তার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাত্রাপথ সহজ হয়ে যায়। তাই গতকাল ভুলে গিয়ে, আগামীর প্রত্যয়ে আজই শুরু হোক আপনার স্বপ্নের পথে যাত্রা।

সাইফুল ইসলাম
শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষক, জয়নাল একাডেমি, ACS Achieve
 

আরবি/ আরএফ

Link copied!