বুড়ো দাদুর আশি বছর একটিও নাই দাঁত
তবু দাদুর মাংস ছাড়া পেটে যায় না ভাত।
চিবিয়ে হাড় খায় না দাদু কেবল চুষে খায়
কেউ না আবার দেখে ফেলে আড়ে আড়ে চায়।
মুরগি খাসি যেটাই বলো দাদুর জবর রুচি
মাংস হলে দাদুর আমার নেইকো খাওয়ার সূচি।
সবার সাথে পাত পেতে চাই খেতে কয়েক বার
আর খেয়ো না বললে দাদু মুখটা করে ভার।
একদিন দাদু মাংস খেয়ে গেলো বাড়ির বার
হুমড়ি খেয়ে পড়ে দাদু গেলো পগারপার।
সবাই বলে হায়রে দাদু করলে সর্বনাশ
তবু বুড়ো হোক সে তোমার সুখের স্বর্গবাস।
আপনার মতামত লিখুন :