ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

চোখের রূপটান নিখুঁত রাখার কৌশল

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৪:৫৪ পিএম

চোখের রূপটান নিখুঁত রাখার কৌশল

ছবি: ইন্টারনেট

অকারণে চোখ ঘষলে, আইলাইনার ঠিকমতো সেট না করলে দ্রুত উঠে যেতে পারে। যারা খুব বেশি ঘামেন অথবা ত্বকে তেলতেলে ভাব বেশি, তারাও এই সমস্যায় পড়েন। অনেক সময় ধরে নিখুঁত করে আইলাইনার আঁকলেন অথচ ঘণ্টাদুয়েক যেতে না যেতেই সব ঘেঁটে গেল। এমন হলে সত্যিই বিরক্তি লাগে। তা হলে উপায় কী? জেনে নিন-

যাদের তেলতেলে ত্বক তারা যে কোনো মেকআপ টিকিয়ে রাখতেই সমস্যায় পড়েন। তেলা ত্বকে মেকআপ দ্রুত উঠে যায়। আইলাইনারও তাই। মুখ যাতে বেশি তেলতেলে না হয়, তার জন্য হালকা পাউডার মেখে নিন।

আইলাইনার পরার আগে ভালো করে প্রাইমার লাগিয়ে নিতে ভুলবেন না। চোখের মেকআপ ছিমছাম আর দীর্ঘস্থায়ী করতে প্রাইমারই সাহায্য করবে।

প্রাইমার লাগানোর পর চোখের উপরের পাতায় হালকা ম্যাট ফাউন্ডেশন পরে নিন। ম্যাট ফাউন্ডেশন ত্বকের সঙ্গে ভালোভাবে বসে যায়। ফলে চোখের মেকআপ সহজে ঘেঁটে যাবে না।

যে কোনো জলনিরোধী জেল লাইনার বেশিক্ষণ টিকে থাকে। পরাও খুব সহজ। যদি ঘাম বেশি হয়, তাহলে এমন আইলাইনারই বেছে নিন।

চোখের মেকআপ শেষ হলে আইশ্যাডো ব্রাশে সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে হালকা করে চোখের ওপর বুলিয়ে নিন। এতে চোখের রূপটান দীর্ঘ ক্ষণস্থায়ী হবে।

 

আরবি/ আরএফ

Link copied!