আজকে দাদুর বিয়ে
বর সেজে তাই যাচ্ছে চলে
বামনতলা দিয়ে।
যাচ্ছে সবাই হাতি, ঘোড়া
গরুর গাড়ি চড়ে,
ঢোল বাজছে, বাজছে সানাই
রাস্তা তো নড়বড়ে!
সামনে দাদা পিছে নাতি
শক্ত করে ধরে,
ছুটছে কনের বাড়ির দিকে
মন আনচান করে।
দাদুর মাথায় নাতির টোপর
খবর হলো চাউর,
কে রটালো! দাদুর বিয়ে
দাদু কী আর ধাউড়!
মাহুত হয়ে চালান দাদু হাতি
নাতির টোপর দাদুর মাথায়
বর তো দাদুর নাতি!
আপনার মতামত লিখুন :