বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

রম্য কবিতা: ধ্যাৎ কেমনে বলি

মাসুম মোরশেদ

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৪:১০ পিএম

রম্য কবিতা: ধ্যাৎ কেমনে বলি

ছবি: রূপালী বাংলাদেশ

গিন্নি আমার চা-টা করে 
মুখ হয়ে যায় তেতো
নাকটা চেপে মুখে তুলি 
চিরতা স্বাদ সে তো।
ওয়াক থু থু, ছি ছি ছি, ধ্যাৎ!
ইচ্ছে করে টুঁটি ধরি, ক্যাঁত!
বলা হয় না সত্য কথা 
বললে কষ্ট পেত।

আরবি/ আরএফ

Link copied!