বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

রম্য কবিতা: দেশের গায়ে ডেঙ্গুজ্বর

সাঈদুর রহমান লিটন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৪:১৫ পিএম

রম্য কবিতা: দেশের গায়ে ডেঙ্গুজ্বর

ছবি: রূপালী বাংলাদেশ

দেশের ভিতর হচ্ছেটা কি জানিনে

দেশটা এখন খুব ভালো নাই মানিনে।

দেশের গায়ে জ্বর এসেছে ডেঙ্গুজ্বর,

দেশটা এখন মরবে নাকি করে ডর।

কেউবা বলে দেশের গায়ে ভূতের ভর

নিজের কাছে নিজের দেশটি অনেক পর।

ওঝা ফকির আছে নাকি দে’না ফু

ভূত চলে যাক উড়ে ছু মন্তর ছু।

ভূত এসেছে ভূত এসেছে কাঁপছে দেশ,

নতুন ওঝায় করবে ভালো যে শেষমেশ। 
 

আরবি/ আরএফ

Link copied!