বউয়ের হুকুম সদাই আনো, বাড়িয়ে দিলো থলে,
কাঁদছে পকেট, হাতড়ে দেখি একটি কাগজ ঝোলে।
খুলে দেখি প্রেমের ছড়া, কদিন আগে লেখা,
ধন্য জীবন অন্য রকম, পেয়ে তোমার দেখা।
তুমি পাশে থাকলে আমার পাই না মোটে খিদা,
তোমার প্রেমে মগ্ন আমি, তোমার প্রেমেই ফিদা।
বউ দাঁড়ালো ঝাঁটা হাতে, ভীষণ রেগেমেগে,
কোনোরকম জান বাঁচিয়ে পালিয়ে এলাম ভেগে।
ঘণ্টা খানেক মন্টা খারাপ, পাইনি ভেবে কিছু,
জানালা দিয়ে মারছি উঁকি, মাথা করে নিচু।
রাগ করো না, তোমার জন্য আনছি ছড়া লিখে,
তোমার আমার এই বাঁধন থাক অনন্তকাল টিকে।
সদাই কোথায়? বউ চেঁচালো! বললাম আমি ওগো,
পড়লে ছড়া, ক্ষুধা হারায়, পালায় দেহের রোগও।
আমার ছড়া ঝাল চানাচুর, চটপটি, ঝালমুড়ি,
খায়লে তোমার ফিরবে যৌবন, হবে না আর বুড়ি।
ঝাঁটা ফেলে হাঁটা দিলো, ছুড়লো কয়েক ঝাড়ি,
অনেক হলো রংতামাশা, যাচ্ছি বাপের বাড়ি।
পকেট ভরে আবোল-তাবোল লিখে জমা রাখো,
নিয়ম করে তিনবেলাতে ওসব গিলেই থাকো।
আপনার মতামত লিখুন :