ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রম্য কবিতা: লাউয়ের স্বাদ

কুলসুম বিবি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৪:১৮ পিএম

রম্য কবিতা: লাউয়ের স্বাদ

ছবি: রূপালী বাংলাদেশ

মাঁচার মাঝে লাউয়ের ডোগা
লকলকিয়ে দুলে, 
কচি লাউয়ের স্বাদ যে বাড়ায়
শোল মাছের ঝোলে।

আগা খেয়ে ডোগা খেয়ে 
নজর এবার ফুলে, 
লাউয়ের খোঁসা খায় যে ভেঁজে 
বিচি ফেলায় ভুলে।

সবজির সঙ্গে মাংসের সঙ্গে 
অপূর্ব স্বাদ আনে, 
জিভে বাধে স্বাদ যে লাউয়ের 
ধনিয়া পাতার ঘ্রাণে।
 

আরবি/ আরএফ

Link copied!