যা ফেলে এসেছিলে আমাকে খুঁজতে-
সে ই আমি ছিলাম,
আমাকে খুঁজতে এসে হারিয়েছো যা-
তা ই ছিলাম আমি।
আমাকে আঁকড়ে ধরে ফিরতে পারোনা যেখানে-
সেই যায়গা টা আমি,
আমাকে ঘৃনা করে ভালোবাসতে পারো না যা কিছু-
সে সব কিছুই আমি।
আমাকে ভালোবেসে ঘৃনা করতে পারোনি যে সব কিছু-
তার মধ্যে আমিই অন্যতম অপ্রিয় চিরন্তন সত্য।
দেখার চোখ সুন্দর হলে যেমন-
বুক, পিঠ, কপালে বসন্তের দাগ মাখা মেয়েটাকে তুলনাহীন সুন্দরী লাগে,
আমি ঠিক তেমন সহজ-সরল নিয়মেই
আজকের ভোরবেলা তোমাকে ভালোবাসি।
আপনার মতামত লিখুন :