বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’

ইসমত আরা প্রিয়ার উপন্যাস

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:২৯ পিএম

ইসমত আরা প্রিয়ার উপন্যাস

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা উপলক্ষে অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে ইসমত আরা প্রিয়ার উপন্যাস ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’। সামাজিক প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে বিশেষভাবে গ্রামবাংলা ও শৈশবের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। তরুণ লেখিকা ইসমত আরা প্রিয়ার জন্ম কুষ্টিয়া জেলায়। পড়ালেখা করেছেন বাংলা সাহিত্যে।

কিশোরীকাল থেকেই বিচিত্র সব ভাবনা লিখে রাখতে পছন্দ করেন তিনি। রাগ, অভিমান, ভালোবাসা, সব কিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে। লেখালেখি তার কাছে সাধনা। সেই সাধনাতেই ব্রতী দীর্ঘদিন।

লেখক হয়ে ওঠার সাধনায় এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার লেখা একাধিক বই। তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’। উপন্যাসটি সম্পর্কে লেখিকা বলেন, ‘শুরু থেকে পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এবারের বইমেলায় ঠিক তা-ই হবে, এরকমটাই প্রত্যাশা রাখি।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!