অরূপ সৌন্দর্যের এই লীলাভূমি, কখনো আমাদের দেয় সবুজ ঘাসের শীতল বাতাস; আবার কখনো দেয় হলুদ ফুলের চাদরে উষ্ণ অবকাশ। সে অবকাশ উদযাপনে আমাদের বেপরোয়া মন ঘুরে বেড়াতে চায় সুজলা-সুফলা নৈসর্গিক এই রূপসী বাংলায়। তাই আজ সন্ধান দিচ্ছি ঢাকার আশপাশে এমন কিছু জায়গার যেখানে গেলে আপনি শীতের প্রকৃত সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। স্বপ্নের ডানা নিয়ে কিছুক্ষণ মৌমাছির মতো উড়ে বেড়াতে পারবেন ফুলে ফুলে। তাই দীর্ঘদিনের ক্লান্ত মনকে প্রশান্তি দিতে ঘুরে আসতে পারেন নিচের দেওয়া জায়গাগুলোতে —
মানিকনগর
ঢাকার খুব কাছেই মানিকনগরে দেখা পাবেন সরিষা ফুলের রাজ্যের। ঢাকার হেমায়েতপুর থেকে সিঙ্গাইরের রাস্তা ধরে কিছুদূর গেলে ধলেশ্বরী ব্রিজ। সেটা পেরিয়ে বিন্নাডিঙ্গি বাজার থেকে বামদিকে সড়কে কয়েক কিলোমিটার চললেই মানিকনগর।
কেরানীগঞ্জ
ঢাকার কাছের সরিষাখেত দেখতে যেতে পারেন কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায়। ঢাকার বাবুবাজারে বুড়িগঙ্গা সেতু পেরিয়ে সামনে দোহারগামী সড়ক ধরে যেতে হবে রোহিতপুর। গুলিস্তান এলাকা থেকে রোহিতপুরে যাওয়ার লেগুনা সার্ভিস আছে। এ ছাড়াও কেরানীগঞ্জের আটিবাজারেও সরিষা খেতের দেখা পেয়ে যাবেন। তবে সরিষা খেতে গিয়ে ছবি তোলার সময় সতর্ক থাকুন। সরিষা গাছ না মাড়িয়ে খেতের আইল ধরে হাঁটুন কিংবা ছবি তুলুন। তবে খেতের মালিকদের অনুমতি নিতে হবে।
শ্রীনগর
ঢাকা-মাওয়া মহাসড়ক লাগোয়া সরিষা ফুলের আরেক রাজ্য হলো মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সাতগাঁও এলাকায়। এ ছাড়াও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর সোনারংয়েও আছে প্রচুর সরিষাখেত। একসঙ্গে অনেকজন বিনা অনুমতিতে সরিষা খেতে প্রবেশ করবেন না।
সোনারগাঁ
ঢাকার কাছাকটি সরিষাখেত দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। ঢাকার গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে বারদী যাওয়ার বাস ছাড়ে। সেখান থেকেই খুব সহজে যেতে পারবেন সোনারগাঁ।
নরসিংদী
নরসিংদীর চান্দের পারায় দেখা মিলবে দিগন্ত বিস্তৃত সরিষা খেতের। গুলিস্তান বা মহাখালী থেকে বাসে চড়ে নরসিংদীর নতুন বাস স্টপেজে যেতে হবে।
এরপর রিকশা কিংবা অটোবাইকে যাবেন সাটিরপাড়ায় রজনীগন্ধা মোড়ে। সেখান থেকে অটোবাইকে করে চলে যেতে হবে সুইচগেট বাজার অথবা চান্দেরপাড়া।
আড়াইহাজার
দিগন্তজোড়া হলুদ সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন আড়াইহাজারে। এর পাশাপাশি সরিষা ফুলের সঙ্গে শীতের সকালে খেজুরের রস, মেঘনা নদীর পাড়ে সময় কাটানোসহ সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগও পাবেন। ঢাকা থেকে আড়াইহাজারের যেকোনো বাসে করে সহজেই আড়াইহাজার যাওয়া যায়।
এ ছাড়াও সরিষাখেত দেখতে যেতে পারেন, আশুলিয়া সড়কের দিয়া বাড়ি, ৩০০ ফিট নিলা মার্কেট ছাড়িয়ে, কেরানীগঞ্জের আটি বাজার রোড, দক্ষিণ কেরানীগঞ্জের যরতপুর, ঢাকা-চট্টগ্রাম রোডে ও সাভারের রূপনগরে।
মডেল : সুমি সাবাহ
আপনার মতামত লিখুন :