ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নতুন বছরে নতুন ফ্যাশন

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৫:২৯ পিএম

নতুন বছরে নতুন ফ্যাশন

ছবি: সংগৃহীত

নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর নতুন উদ্দীপনা। বছরের এই সময়টা শিশুদের জন্য বিশেষভাবে আনন্দময় হয়ে ওঠে। নতুন বই, নতুন খেলনা আর অবশ্যই নতুন পোশাক তাদের ছোট্ট মনকে ভরিয়ে তোলে। নতুন বছরের উৎসব, পারিবারিক আয়োজন কিংবা ছোট্ট কোনো ঘোরাঘুরিতে শিশুরা যখন নতুন পোশাকে সেজে ওঠে, তখন পুরো পরিবেশেই যুক্ত হয় বাড়তি রং। শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, নতুন বছরকে ঘিরে শিশুদের পোশাকে এসেছে নতুন স্টাইল, রং আর ফ্যাশনের চমৎকার মিশ্রণ। চলুন জানি-

মেয়েশিশুদের ফ্যাশনে নববর্ষের ছোঁয়া
নতুন বছর উপলক্ষে মেয়েশিশুদের পোশাকে যোগ হয়েছে নানান নতুনত্ব। ট্রেন্ডি টপসের সঙ্গে প্যান্ট বা পালাজো, কটি আর এ-লাইন পালাজোর সমন্বয় এখন বেশ জনপ্রিয়। যারা আরও একটু ভিন্নতা খোঁজেন, তারা শিশুর জন্য বেছে নিতে পারেন স্কার্ট, কাফটানের সঙ্গে পালাজো বা প্যান্ট। এ ছাড়া লং ফ্রক, সালওয়ার কামিজ, কুর্তি কিংবা লেহেঙ্গার মতো পোশাকও নববর্ষের আনন্দে মেয়েশিশুদের স্টাইলকে আরও অনন্য করে তুলছে। শীতকালীন আরামের জন্য সোয়েটার, কার্ডিগান বা শালের সঙ্গে এই পোশাকগুলো মিলিয়ে পরা যেতে পারে।


ছেলেশিশুদের জন্য নতুন স্টাইল
নতুন বছরে ছেলেশিশুদের পোশাকে দেখা যাচ্ছে ট্যাডিশনাল আর ক্যাজুয়ালের চমৎকার মিশ্রণ। পাঞ্জাবি, পলোশার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট কিংবা কটি; সবকিছুতেই যোগ হয়েছে ফ্যাশনের নতুন ধারা। পারিবারিক কোনো অনুষ্ঠানে বা বছরের প্রথম ভ্রমণে ছেলেশিশুরা এ ধরনের পোশাকে হয়ে ওঠে আরও আকর্ষণীয়। শীতের কথা মাথায় রেখে সোয়েটশার্ট, হুডি, জ্যাকেট বা ব্লেজার যুক্ত করলে তাদের লুক যেমন জমকালো হবে, তেমনি শীতেও থাকবে সুরক্ষিত।


রঙে ভরপুর নতুন বছর
নতুন বছরের ফ্যাশনে রঙের প্যালেটে থাকছে উৎসবের উজ্জ্বলতা। রয়্যাল ব্লু, টিল ব্লু আর স্কাই ব্লু থেকে শুরু করে মেরুন, ম্যাজেন্টা, হট পিঙ্ক, ব্রিক রেড, সাদা আর গোল্ডেন; সব রংই শিশুদের পোশাকে যুক্ত করছে নতুন বছরের উদ্দীপনা। পছন্দমতো যেকোনো রঙের পোশাক নিতে পারেন আপনার শিশুর জন্য। রঙের এই বৈচিত্র্য শুধু পোশাকে নয়, শিশুর মনের উচ্ছ্বাসেও নিয়ে আসবে আনন্দের ছোঁয়া।


উপযোগী ফ্যাব্রিক ও ডিজাইন
দেখা গেছে, নতুন বছরকে কেন্দ্র করে শিশুদের পোশাকে ফ্যাব্রিক নির্বাচনে এসেছে নতুনত্ব। মম সিল্ক, লিনেন, রেইনবো সিল্ক, ডিজাইনড কটন কিংবা জর্জেটের মতো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাক শিশুরা যেমন পছন্দ করবে, তেমনি তাদের সারা দিন স্বস্তিতে রাখবে। শীতের জন্য ফ্ল্যানেল, উল, টুইড বা থার্মাল কাপড়ের সোয়েটার, জ্যাকেট কিংবা শীতের টুপি বা মাফলার যোগ করলে পোশাকে থাকবে উষ্ণতার ছোঁয়া। আবার কিছু পোশাকের ডিজাইনে রয়েছে হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্ট কিংবা লেইসের ব্যবহার।


ম্যাচিং পোশাকে পারিবারিক আনন্দ
নতুন বছরের আনন্দ বাড়িয়ে তুলতে বাবা-মায়ের সঙ্গে ম্যাচিং করে শিশুদের পোশাক কিনতে পারেন। পুরো পরিবারের জন্য একই রং বা ডিজাইনের পোশাক উৎসবের পরিবেশে এনে দেয় একতা আর উদ্দীপনা। শিশুরাও এতে করে বাড়তি আনন্দ পায়।


কোথা থেকে কিনবেন?
নতুন বছরের পোশাক সংগ্রহের জন্য দেশের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের আউটলেট কিংবা লোকাল মার্কেট রয়েছে আপনার জন্য। সময় বাঁচাতে অনলাইন শপ কিংবা ফেসবুক পেজ থেকে কেনাকাটাও করতে পারেন। ডিজাইনের বৈচিত্র্য আর সহজলভ্যতার কারণে এই মাধ্যমগুলো এখন বেশ জনপ্রিয়।
নতুন বছরের শুরুটা হোক আনন্দে ভরা। শিশুদের ফ্যাশনে যোগ করুন বৈচিত্র্য, উষ্ণতা আর উচ্ছ্বাস। কারণ তাদের খুশিতেই লুকিয়ে আছে পরিবারের সবার ভালো থাকার রহস্য। নতুন বছরে নতুন পোশাকে সেজে শিশুরা হয়ে উঠুক উৎসবের উজ্জ্বল তারা।

আরবি/ এম এইচ এম

Link copied!