আমার নিশ্বাসে ক্ষীণ এক বাতাস,
যেমন নিঃশেষিত রাতে দ্যুতি হারায়,
ব্যথা যেমন সোঁদা মাটি চেপে
গুম হয়ে যায় একান্ত গভীরতায়।
চোখে অন্ধকারের নানা স্তর,
হাসি, কাঁদো, একাকার হয়ে যায়,
হৃদয়ের ভেতর চুপে চুপে
প্রেমের কান্না গেয়ে যায়।
নীরবতা যেন এক সুরের রাগ,
কোনো এক ভোরে এসে মেশে,
বিশ্বাসের মঞ্চে হারানো প্রহর,
অথবা কোনো আশা-ভরা আকাশে।
কিন্তু আমি জানি, এই যন্ত্রণা
খুঁজে পাবে তার একটি শেষ পথ,
বাধা কেটে যাবে, কষ্ট হবে মুছানো,
অন্ধকার কেটে আসবে এক নতুন সূর্য।
আপনার মতামত লিখুন :