একদিন তোমাকে আমি ভুলে যাবো!
সেদিন শিরা-উপশিরায় আর প্রবাহিত হবে না রক্ত।
হৃদয়ের গহীনতম গুহায় জমে থাকা প্রেম,_
তোমার নামে বাঁধা স্মৃতির সব সেতু ধসে যাবে।
ভুলে যাবোই তোমাকে,
যখন অন্ধকার গিলে নেবে আমার সমস্ত অস্তিত্ব।
তোমাকে ভুলতে আমার প্রয়োজন হবে না সময়
প্রয়োজন শুধু এমন এক মুহূর্ত_
যখন জীবনের শেষ আলোকরেখা মুছে যাবে।
তোমার ছায়া আর আমাকে ঘিরে থাকবে না
তোমার নাম আর কুরে কুরে খাবে না আমায় নীরবতায়।
আমি এমনভাবে তোমায় ভুলে যাবো_
যেন কোনোদিন তুমি ছিলেই না
যেন তপ্ত মরুর বাতাসে তুমি ছিলে কেবল মরীচিকা;
আর তোমার হাসি ছিলো বৃষ্টিহীন মেঘের প্রতারণা।
তবু_
হয়তো ধুলোয় মিশবে না
এই দগ্ধ স্মৃতির দেয়াল!
তোমার শরীর ছোঁয়া শব্দেরা
রয়ে যাবে শূন্যতার কবরে।
তবু_
ভুলে আমি যাবোই, একদিন!
আজ নয় কেনো?
কারণ, মৃত্যু ছাড়া সবই অমীমাংসিত।
আপনার মতামত লিখুন :