ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কবিতা: অপ্রতিরোধ্য প্রাণ

অনিল সেন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৪:২৬ পিএম

কবিতা: অপ্রতিরোধ্য প্রাণ

ছবি: রূপালী বাংলাদেশ

অনিল সেন 
অপ্রতিরোধ্য প্রাণ

তারপরেও নিজের উপর আস্থা রাখতে হয়। 
স্বপ্ন দেখি বটতলায় বসে দিগন্তে দৃষ্টি মেলাতে 
ভোরের আজান কিংবা বিকালের শঙ্খধ্বনি 
জানিয়ে দেয় কর্ম-ধ্যানে মগ্ন হও।
আলোর চঞ্চলতা কাটিয়ে রাতের নিস্তব্ধতা 
ওপারের গহীন মগ্নতায় ডুবে থাকি 
আমাকে আগুনের লেলিহান শিখা কিংবা 
পোড়া গন্ধ খুঁজে পায় না । 
আমি ভস্মীভূত ছাই নদীজলে সাঁতার কাটি 
সময়ের ভেতরে সময়ের অসম পরিবর্তন 
দাগকাটা স্মৃতিগুলো অগ্নিস্ফুলিঙ্গের মতো
দুর্দান্ত প্রতাপে সামনে দাঁড়ায়। 
নিজেকে নিয়ে আঁকড়ে থাকা বর্তমানটুকুও
চলে যেতে চায় বিনাশের প্রান্তরে! 
সর্বহারা বৃক্ষের ছায়ায় তবুও গজিয়ে ওঠে
অপ্রতিরোধ্য এক প্রাণ 
সযত্নে বেড়ে ওঠে জননীর কোলে।

আরবি/ আরএফ

Link copied!