ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কবিতা: প্রশ্নবোধক

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:৪৮ পিএম

কবিতা: প্রশ্নবোধক

ছবি: রূপালী বাংলাদেশ

মির্জা হাসান মাহমুদ 
প্রশ্নবোধক

কতদূর পৌঁছাইলো সে পালকি?
যে পালকি বউয়ের সাঁজে নিয়া যাইবো তোমারে?

আমি কই- কিছুদিন বৃষ্টি দাও খোদা
পথগুলা ডুইবা যাক জলে, বিশাল পালকিবহর—
যেনো আগাইতে পারে না।
এরমধ্যেই কোনোভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো।
এরপর বর্ষাকাল পেরিয়ে গেলো-
আমার নিজের পায়ে দাড়ানো তবু হলো না।

বলো—
কতদূর সেই ভুড়িওয়ালা টাকলা?
যে হালায় পাগড়ি পইড়া নিতে আসবো তোমারে?

তুমি শুধু- কিছুদিন অপেক্ষা করো প্রিয়
সামনে মাসে ভাইবা আছে তিনটা, চাকরি একটা হলেই—
কোনো বাঁধা থাকবে না।
অল্পদিনেই কোনোভাবে অনেক বেশি মাল কামাবো।
এরপর তিনমাস কেটে গেলো-
আমার ভাইবা শেষে চাকরিটা আর হলো না।

ভুড়িওয়ালার, টাকলার-
বড়লোকী সংসারে কেমন আছো নন্দিতা?
টাকা দিয়া আমার অভাব কি পোষে ঠিকঠাক?
 

আরবি/ আরএফ

Link copied!