ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
কবিতা

সমুদ্র বিলাস

জিসান খান শুভ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৫:৩৫ পিএম

সমুদ্র বিলাস

ছবি: সংগ্রহীত

অনেক টাকা নিয়ে তুমি যে সমুদ্র দেখতে যাও,

তার নাম কক্সবাজার।

দামি হোটেল থেকে সুগন্ধা বিচের চেয়ার,

সি-ফুড আর পুঁথি মালার পসরা সাজানো কিছু দোকান।

এই তো ...?

তোমার আমার সঙ্গে সমুদ্রে যাওয়া উচিত Í

ধরো, তুমি এমন একটা কোথাও দাঁড়িয়ে আছো যে -
তোমার পেছনে ঘন ঝাউবন,

সামনে বিশাল সমুদ্র।

ডানে বামে বিস্তীর্ণ সৈকত।

তুমি, আমি আর কিছু ঝিঁঝিঁ পোকা, 

সাথে উত্তাল ঢেউয়ের গর্জন। 

ভেবে দেখেছো?

কেমন হবে যদি একটা ভরা চাঁদ হয় তার সাক্ষী।

একটা ভরা জোছনায় সৈকতে সাদা বালির

ওপর ঘুমিয়ে যাবো আমরা;

আমাদের ঘুম ভাঙাবে

একটি শুভ সকাল।

 

আরবি/এম এইচ এম

Link copied!