অমর একুশে বইমেলা ২০২৫-এ আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ানের উপন্যাস ‘বিসর্জন’। বইটি প্রকাশ পাবে উপকথা প্রকাশন থেকে। প্রচ্ছদ করেছেন, পরাগ ওয়াহিদ। এর আগে তার ‘আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), ‘মেঘ বিষাদের দিন (২০২২), ‘বিধ্বস্ত নক্ষত্র’(২০২২), ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ (২০২৩) এবং ‘বিষাদের ছায়া’ (২০২৪) বইসমূহ প্রকাশ হয়। সবগুলো বই পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান লেখক। তাই ধারাবাহিকতা বজায় রাখতে এবার নতুন এই উপন্যাস নিয়ে এসেছেন তিনি। নতুন উপন্যাস নিয়ে লেখক বলেন, ‘উপন্যাসটি একটি প্রেমের উপন্যাস হলেও এই উপন্যাসে উঠে এসেছে মেডিকেল জীবনের তথ্যচিত্র। তাদের পড়াশোনার চাপ, তাদের জীবন বোধ। যেখানে দেশের অন্যতম প্রতিষ্ঠিত স্টেট মেডিকেল কলেজ এক ভিন্ন রূপে সজ্জিত। নানা বর্ণের আলোয় আলোকিত । নতুন ব্যাচের নবীনবরণ। ক্যাম্পাসের ভেতর দারুণ উৎসবমুখর পরিবেশ। মেডিকেল-জীবনের প্রতিদিনের গৎবাঁধা পড়াশোনার ফাঁকে এই স্বল্প কিছু মুহূর্তই তো আসে যখন ছাত্রছাত্রীরা পড়াশোনার হিমালয়স্বরূপ চাপ ভুলে আনন্দফুর্তিতে মেতে ওঠে । উপন্যাসে শুভ, রাফসান, রিহাদ, তিন বন্ধু একই মেডিকেল কলেজে পড়াশোনা করে। শুভর সঙ্গে পরিচয় হয় তৃষ্ণা নামের একটি মেয়ের। পরিচয় থেকে প্রণয়! এভাবে এগিয়ে যায় গল্প।’
তিনি আরও বলেন, ‘সাহিত্যের এই জগৎটাতে এসে প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় ঢেড় বেশি। তাই পাঠকদের কথা চিন্তা করেই লেখালেখি করছি, আশা করি এই উপন্যাসও আমার পাঠকদের মন জয় করে নিতে সক্ষম হবে।’
আপনার মতামত লিখুন :